আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন হা'ম'লায় সম্ভবত সবচেয়ে প্রভাবশালী ইরানি সেনানায়ক কাসেম সোলেমানির হ'ত্যাকা'ণ্ডের পর 'প্র'তিশো'ধের আ'গু'নে' ফুঁ'স'ছে তেহরান। ইরাকে দু'টি মার্কিন সে'নাঘাঁ'টিতে ব'দ'লার মিসাইল ছু'ড়ে'ছে ইরানও।
এমন যুদ্ধের আ'বহে বুধবার ইরাকে থাকা সব ভারতীয় নাগরিককে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত সমস্ত অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর এবং স'ত'র্ক থাকার পরামর্শ দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রনালয়। ইরাক ছাড়াও কর্মসূত্রে এখন ইরানে রয়েছেন অনেক ভারতীয়। তাদের মধ্যে রয়েছেন কয়েকজন বাঙালিও। কেমন আছেন তারা এখন? জানতে, আমরা যোগাযোগ করেছিলাম ইরানের রাজধানী তেহরানে থাকা জনৈক বাঙালি তরুণের সঙ্গে।
পেশায় ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ার তরুণের নাম বা ছবি আপাতত প্রকাশ করতে আমরা অ'পা'র'গ। কলকাতার রাসবিহারী এলাকায় টালিগঞ্জ থানার পিছনদিকে তাদের যৌথ পরিবারের বাস। তিনি এখন দুবাই-ভিত্তিক কোম্পানি গুলবাহার টোবাকো ইন্টারন্যাশনালে কাজের সুবাদে দুবাই এবং অধিকাংশ সময় তেহরানে থাকেন। ৩১ বছরের ইঞ্জিনিয়ার জানাচ্ছেন, 'ইরানের মধ্যে এখনও উ'দ্বে'গের তেমন কিছু দেখছি না। তবে কখন কী হবে, কেউ বলতে পারেন না। তাই আমাদের সংস্থার তেহরানের কর্তারা দুবাইয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। সংস্থাই এখন ঠিক করবে, আমাদের দুবাইয়ের নি'শ্চি'ন্ত আশ্রয়ে নিয়ে যাওয়া বা ভারতে ফেরার বিষয়টি।'
কলকাতার তরুণ প্রায় দু'বছর আছেন আরবমুলুকে। ইরানে এলে তারা থাকেন রাজধানী তেহরানের বাইরে ইমাম খোমেইনি বিমানবন্দরের অদূরে। এদিন সকালে বিমানবন্দরের কাছে বিমান ভেঙে পড়ার বি'ক'ট শব্দও শুনেছেন তিনি। প্রথমে চমকে গিয়েছিলেন। ভেবেছিলেন, এয়ারস্ট্রাইক বা অন্য কোনও বি'স্ফো'রণের আওয়াজ। কিন্তু পরে ইরানি সহকর্মীদের কাছে জানতে পারেন বিমান দু'র্ঘ'টনার বিষয়টি। তাদের সংস্থায় এশিয়ার বিভিন্ন দেশের অন্তত ৩০-৩২ জন কাজ করছেন। তাদের মধ্যে তিনজন বাঙালি রয়েছেন।
তরুণ জানিয়েছেন, 'ইরানিদের কাছে আমরা অত্যন্ত শ্রদ্ধার আসন পেয়ে আসছি দীর্ঘকাল। চিন্তার কিছু নেই।' ইরানে থাকা বাঙালীদের পরিবারের লোকজনকে আ'শ্ব'স্ত করে বাঙালি তরুণ বলেছেন, 'ইরানে যারা ৬ মাস বা একবছরের ভিসায় আসি, 'এক্সিট পারমিট' ছাড়া তাদের পক্ষে দেশ ছাড়া মু'শ'কিল। প'রি'স্থি'তি তেমন বে'গ'তিক হলে নিয়োগকারী সংস্থার তরফেই সব বন্দো'বস্ত হবে। দূর থেকে মনে হতে পারে আমরা দ'ম'ব'ন্ধ পরিস্থিতির মধ্যে আছি। এখনও অবস্থা সে রকম বুঝছি না। আমরা সু'র'ক্ষি'ত।' সূত্র : দ্য ওয়াল