পুলিশের কাছে নিখোঁজ জঙ্গি, কেক খাচ্ছে ফেসবুকে!
বিনোদন ডেস্ক : সোহন ডি শিরার খোঁজে পাগল হয়ে আছে পুলিশ, আধা সেনা ও সেনাবাহিনী। মেঘালয়ে নাগাড়ে নাশকতা ও হত্যালীলা চালানো জিএনএলএ বাহিনীর সেনাধ্যক্ষ এই নেতা পুরো ভারতেরই মোস্ট ওয়ান্টেড জঙ্গি।
এদিকে তাকে পুলিম খুঁজে না পেলেও তিনি কিন্তু ফেসবুকে বসে বসে দিব্যি কেক খাচ্ছেন! শুধু কি তাই? ‘ধরাছোঁয়ার বাইরে’ থাকা এই জঙ্গি নেতা কিন্তু দিব্য ফেসবুকে প্রোফাইল খুলে সকলের সঙ্গে ঠিকই যোগাযোগ রাখছেন!
তার অন্যতম প্রচারকর্মী টাকাম ডি শিরা অবশ্য অনেক দিন থেকেই জিএনএলএর গোপন ঘাঁটির ছবি, নতুন বাহিনীর শপথ গ্রহণের ছবি, সোহনের ছবি, কোনও ব্যক্তিকে অপহরণ করা হলে তার ছবি, ওই ব্যক্তিকে মুক্তি দেওয়ার ছবি— সবই ফেসবুকে ‘আপলোড’ করছেন। যোগাযোগ রাখছেন সাংবাদিকদের সঙ্গেও।
এবার পুলিশকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে ও ব্যাঙ্গ করে সোহন নিজেই ফেসবুকে হাজির হয়েছেন। জার্মান হেকলার অ্যান্ড কোচ-৩৩ রাইফেল হাতে সোহনের কভার ছবিতে পড়েছে অনেক ‘লাইক’। আজ গোপন ঘাঁটিতে বড়দিন পালন করে কেক খাওয়ার ছবি ‘প্রোফাইল পিকচার’ হিসেবে লাগিয়েছেন তিনি।
জিএনএলএর চেয়ারম্যান চ্যাম্পিয়ন সাংমারও ফেসবুকের নেশা ছিল। বাংলাদেশে গা-ঢাকা দিয়ে থাকা অবস্থায় নিয়মিত ফেসবুক করেই চ্যাম্পিয়ন পুলিশের জালে পড়েন। আপাতত তিনি শিলংয়ের কেন্দ্রীয় কারাগারে বন্দি।
২৫ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�