আন্তর্জতিক ডেস্ক : ইরানের ভ'য়ঙ্ক'র ক্ষে'পণা'স্ত্র শাহাব-৩ আ'ঘা'ত করতে পারবে ২০০০ কিলোমিটার দূরে, নাগালেই ইসরায়েল-যুক্তরাষ্ট্র! মার্কিন বিমান হা'মলা'য় কাসেম সোলাইমানি হ'ত্যার প্র'তিশো'ধ নিতে আজ বুধবার সকালে ইরাকে অবস্থিত মার্কিন দু'টি সামরিক ঘাঁ'টিতে হা'ম'লা চা'লিয়েছে ইরান। এ ঘটনায় অন্তত ৮০ জন নিহ'ত এবং আরো দুই শতাধিক সেনা আহ'ত হয়েছেন।
এরপর ইরানের তরফ থেকে হুম'কি দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি করতে চাইলে যু'দ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছ'ড়িয়ে পড়বে এবং আ'ক্রম'ণ হবে মার্কিন মূল ভূ'খণ্ডেও। সেই হু'ম'কির পর থেকেই রাজনৈতিক বিশেষজ্ঞদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে, ইরানের ক্ষে'পণা'স্ত্রের সক্ষমতার বিষয়টি। অর্থাৎ ইরান ঠিক কতদূর পর্যন্ত হা'ম'লা চা'লাতে পারে।
জানা গেছে, ইরানের শাহাব-১ ক্ষে'পণা'স্ত্র আ'ঘা'ত হা'নতে পারবে তিনশ কিলোমিটার দূরে। এছাড়া শাহাব-২ আ'ঘা'ত করতে পারে পাঁচশ কিলোমিটার পর্যন্ত। ক্বিয়াম-১ ক্ষেপণাস্ত্র আ'ঘা'ত করতে পারবে সাড়ে সাতশ কিলোমিটার দূরে এবং ফতেহ-১১০ এর পরিসীমা তিনশ থেকে পাঁচশ কিলোমিটার।
আরো জানা গেছে, জুলফিকার হা'মলা চা'লাতে পারবে সাতশ কিলোমিটারের মধ্যে। সবচেয়ে বেশি পরিসীমার ভ'য়ঙ্ক'র ক্ষে'পণা'স্ত্র শাহাব-৩ আ'ঘা'ত করতে পারবে দুই হাজার কিলোমিটার দূর পর্যন্ত।
অথচ ইরান থেকে ইসরায়েলের দূরত্ব মাত্র এক হাজার সাতশ কিলোমিটার। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র ইসরায়েলের পুরো এলাকা শাহাব-৩ এর আওতায় রয়েছে সেই হিসেবে।
ইরানের ক্ষে'পণা'স্ত্র আফগানিস্তান, কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক, মিসর, তুরস্ক এবং ইউরোপের রোমানিয়া, বুলগেরিয়া ও গ্রিসের মতো দেশে। এ দেশগুলোর মধ্যে মিসর ছাড়া সব দেশেই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁ'টি বা উপস্থিতি রয়েছে।