আন্তর্জতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে যু'দ্ধ নয়, শান্তি চান বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৮ জানুয়ারি) জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ইরাকে সামরিক ঘাঁ'টিতে হা'মলা'র পর বোঝা যাচ্ছে যে, ইরান তার অবস্থান থেকে স'রে আসছে। ইরানের হা'ম'লায় কোনও মার্কিনি হ'তাহ'ত হয়নি।
তিনি বলেন, গত সপ্তাহে আমরা বিশ্বের শীর্ষ এক স'ন্ত্রা'সীকে স'রিয়ে দিয়েছি। আমরা চাই ইরান সং'ঘা'তের পথ পরিহার করে তার উজ্জ্বল ভবিষ্যতের দিকে নজর দেবে। যদি তারা শান্তির পথ বেছে না নেয় তাহলে দেশটির ওপর আরও ক'ঠোর নি'ষেধা'জ্ঞা আ'রো'প করা হবে।