আন্তর্জতিক ডেস্ক : জেনারেল সোলাইমানিকে হ'ত্যার প্র'তিশো'ধ হিসেবে ইরাকের মার্কিন ঘাঁ'টিতে হা'মলা'র পর এক সমাবেশে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনী। তিনি বলেছেন, বুধবার ভোরে যে প্র'তিশো'ধ নেওয়া হয়েছে তা একটি চ'পেটা'ঘা'ত মাত্র, মার্কিন ঘাঁটিতে ইরানের হা'মলা সবেমাত্র শুরু। এএফপি, পারস টুডে
তিনি আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গোটা অঞ্চলে মার্কিন সেনা উপস্থিতির অবসান ঘটাতে হবে। তারা এই অঞ্চলে যু'দ্ধ, বি'শৃঙ্খ'লা ও ধ্বং'সয'জ্ঞ নিয়ে এসেছে। বিভিন্ন দেশের অবকাঠামো ধ্বং'স করে দিচ্ছে।
ইরাক পার্লামেন্ট মার্কিন সেনাদের ব'হিষ্কা'রের বিষয়ে যে বিল পাস করেছে সেটারও প্রশংসা করেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেন, ইরানের পার্লামেন্টও মার্কিন বাহিনীকে স'ন্ত্রা'সী হিসেবে ঘোষণা দিয়ে একটি ভালো কাজ করেছে।
যুক্তরাষ্ট্র চায় ইরাকের সরকার ইরানের সাবেক পদলেহি সরকার অথবা বর্তমান সৌদি সরকারের মতো হবে এবং তেলসমৃদ্ধ এই অঞ্চল তাদের নিয়ন্ত্রণে থাকবে যাতে তারা যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু ইরাকের তরুণ সমাজ এবং ধর্মীয় নেতৃত্ব এসবের বি'রুদ্ধে রু'খে দাঁড়িয়েছে। জেনারেল সোলাইমানি এই বিশাল ফ্রন্টকে পরামর্শ দিয়েছেন এবং তিনি ছিলেন তাদের সম্মানিত সমর্থক।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, লেবাননের বিষয়েও একই পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় আমেরিকা। তারা লেবাননিদের স্বাধীনতার প্রধান উপাদান ধ্বং'স করতে চায়। তারা প্র'তিরো'ধ শ'ক্তিকে ধ্বং'স করতে চায়।