বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী, ২০২০, ০১:১০:৩৯

মার্কিন সেনাঘাঁ'টিতে ইরানের ক্ষে'পণা'স্ত্র হা'মলার ভিডিও প্রকাশ

মার্কিন সেনাঘাঁ'টিতে ইরানের ক্ষে'পণা'স্ত্র হা'মলার ভিডিও প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক : জেনারেল কাসেম সোলাইমানির হ'ত্যার প্র'তিশো'ধ নিতে ইরাকে মার্কিন সেনাঘাঁ'টিতে বিমান হা'ম'লা চালিয়েছে ইরান। বুধবার ভোররাতে এই ক্ষে'পণা'স্ত্র হা'ম'লা চালায় ইরানের রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও ক্ষে'প'ণা'স্ত্র হামলার বিষয়টি নি'শ্চি'ত করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি ক্ষে'প'ণাস্ত্র হা'ম'লার একটি ভিডিও প্রকাশ করেছে। 

মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, আল-আসাদ ঘাঁ'টিতে হা'ম'লা প'র্যালো'চনা করা হচ্ছে। বিবিসি'র খবরে বলা হয়েছে, তাৎ'ক্ষ'ণি'কভাবে হা'ম'লায় হ'তাহ'তের খবর পাওয়া যায়নি। এক বিবৃতিতে হোয়াইট হাউসের নারী মুখপাত্র স্টেফানি গ্রিশাম বলেন, ইরাকে মার্কিন স্থাপনায় হা'ম'লার বিষয়ে আমরা অ'বগ'ত আছি।

প্রেসিডেন্টকে জানানো হয়েছে এবং জাতীয় নি'রাপ'ত্তা টিমের সঙ্গে তিনি বিষয়টি নি'বি'ড়ভাবে প'র্যালো'চনা করছেন ও প'রাম'র্শ দিচ্ছেন। শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন এক রকেট হা'ম'লায় নি'হ'ত হন ইরানের বিশেষ বাহিনী রেভল্যুশনারি গার্ডের কুদস শাখার প্রধান জেনারেল ও আঞ্চলিক শ'ক্তি বৃদ্ধির প্রধান কারিগর কাসেম সোলাইমানি। তিনি ইরানের বিপ্লবী বাহিনীর সবচেয়ে প্র'ভা'বশালী ক'মা'ন্ডার ছিলেন।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে