বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী, ২০২০, ০১:২৮:৪১

ভারতের উদ্বে'গ বাড়িয়ে পাকিস্তানকে ক্ষে'পণা'স্ত্র দিচ্ছে রাশিয়া

ভারতের উদ্বে'গ বাড়িয়ে পাকিস্তানকে ক্ষে'পণা'স্ত্র দিচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ এশিয়া অ'স্ত্র বাণিজ্যে চা'ঙ্গাভাব ভারতের জন্য আঞ্চলিক উদ্বে'গের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দেশটির পশ্চিমাঞ্চলীয় সীমান্তের বর্তমান প'রি'স্থি'তিতে ভারতের উ'দ্বে'গের মতো য'থে'ষ্ট কারণ রয়েছে। 

ক্ষ'ম'তাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দেশজুড়ে গড়ে ওঠা বি'ক্ষো'ভ প'রি'স্থি'তি, চা'ঙ্গা হওয়া বি'রো'ধী দলের কারণে দিল্লির নীতি নির্ধারকদের জন্য ২০২০ সাল খুব শুভ হবে না। এখন পর্যন্ত ভারতের চির প্রতিদ্ব'ন্দ্বী পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার ক্রমাগত সম্পর্ক বৃদ্ধি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বেশ বি'ব্র'তকর। 

কিছুদিন পূর্বে রাশিয়া প্রথমবারের মতো পাকিস্তানের সঙ্গে যৌথ সা'ম'রিক ম'হ'ড়া চালিয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমারা পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক সীমিত করে নিয়ে আসার সুযোগে রাশিয়া ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক ঘ'নি'ষ্ঠ করছে। পাকিস্তান প্রাথমিকভাবে রাশিয়ার কাছ থেকে দশটি এমআই ৩৫ হেলিকপ্টার কিনতে যাচ্ছে। 

প্রথম চালান আসার পর আরও ২৪টি হেলিকপ্টার কেনার কথা জানিয়েছে পাকিস্তান। এছাড়া রুশ সেনাবাহিনী দ্বারা পাকিস্তানি সেনাদের প্রশিক্ষণ দেওয়ার একটি প্র'স্তা'বও রয়েছে। এছাড়া পাকিস্তান একটি কার্যকর ক্ষে'পণা'স্ত্র প্র'তির'ক্ষা ব্যবস্থা কিনতে চাইছে। রাশিয়ার কাছ থেকে এস-৩০০ বা এস-৪০০ কিনতে চায় চারা। এর সঙ্গে সঙ্গে ট্যাংক ও ভূমি থেকে আকাশে নি'ক্ষে'পযো'গ্য ক্ষে'পণা'স্ত্র। 

পাকিস্তানের শীর্ষ সেনা কর্মকর্তারা মনে করেন, ২০১৯ সালে ভারতের বি'রু'দ্ধে খ'ণ্ড বিমানযু'দ্ধের এসব অ'স্ত্র কেনা অ'ত্যাব'শ্যক। রাশিয়ার সঙ্গে দেশটির সামরিক সহযোগিতার একটি চু'ক্তি স্বাক্ষতি হয়েছে। রাশিয়ার সঙ্গে ৯ বিলিয়ন ডলারের একটি প্র'তির'ক্ষা চু'ক্তির কথাও শোনা যাচ্ছে। যদিও পাকিস্তানের এই বছরের প্র'তির'ক্ষা বাজেট কার্যত ৭.৮ বিলিয়ন।

অনেক বিশ্লেষক মনে করেন, বি'প'র্য'স্ত অর্থনৈতিক অবস্থার মধ্যে এমন বড় চু'ক্তি করা পাকিস্তানের জন্য বড় ধরনের বোঝা হতে পারে। যদিও উভয় দেশের মধ্যে রুপি-রুবলের একটি চু'ক্তির সম্ভাবনা রয়েছে ভারত-রাশিয়া চু'ক্তির মতো। রাশিয়া হয়ত ইসলামাবাদকে আগাম ঋ'ণও দিতে পারে। ইসলামাবাদের জন্য রাশিয়ার অ'ত্যাধু'নিক অ'স্ত্র কেনা ছাড়া বি'ক'ল্প নেই। যুক্তরাষ্ট্র শুরুতে এফ-১৬ যু'দ্ধবিমান দিলেও পরে তা ব'ন্ধ করে দেয় জ'ঙ্গিদের সঙ্গে সম্পৃক্ততার কারণে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে