আন্তর্জাতিক ডেস্ক : ইরান ইসরায়েলে হা'ম'লা চালালে জ'বাবে 'ভ'য়াব'হ আ'ঘা'তের' হুঁ'শিয়া'রি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেহরান দেশটিতে হা'ম'লার হু'ম'কি দেওয়ার পর বুধবার (৮ ডিসেম্বর) জেরুজালেম কনফারেন্সে পা'ল্টা হা'ম'লার ওই হুঁ'শিয়া'রি দিলেন তিনি।
মার্কিন বাহিনী ইরানের মাটিতে কোনও প্র'তিশো'ধমূলক হা'ম'লা চালালে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘ'নি'ষ্ঠ মিত্র ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতে হা'ম'লার হু'ম'কি দিয়েছে ইরান। ৩ জানুয়ারি মার্কিন হা'ম'লায় ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানি নি'হ'ত হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তে'জনা বিরাজ করছে। সোলাইমানি হ'ত্যার প্র'তিশো'ধের অংশ হিসেবে ইরাকে যুক্তরাষ্ট্রের দুই সা'ম'রিক ঘাঁ'টিতে এক ডজনেরও বেশি ক্ষে'পণা'স্ত্র হামলা চালিয়েছে ইরান।
এতে যুক্তরাষ্ট্রের ৮০ সেনা নি'হ'তের পাশাপাশি ২০০ সেনা আ'হ'ত হয়েছে বলে দাবি করেছে তেহরান। কাসেম সোলাইমানিকে ‘স'ন্ত্রা'সীদের প্রধান’ আখ্যা দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘যদি ইরান আমার দেশে হা'ম'লা চালায় তাহলে পা'ল্টা হা'ম'লা চালাবে তেল আবিব। আর পা'ল্টা হা'ম'লা হবে আরও শ'ক্তিশা'লী ও ভ'য়াব'হ।’ এর আগে কাসেম সোলাইমানিকে হ'ত্যার পর ওই মার্কিন হা'ম'লায় সমর্থনের কথা জানিয়েছিলেন নেতানিয়াহু।