বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী, ২০২০, ০১:৫৫:১৫

'যে দেশ থেকে ইরানের ওপর হাম'লা হবে সেই দেশেও আক্র'মণ হবে'

'যে দেশ থেকে ইরানের ওপর হাম'লা হবে সেই দেশেও আক্র'মণ হবে'

আন্তর্জাতিক ডেস্ক: যে দেশের ভূমি থেকেই ইরানের ওপর হা'মলা চালানো হবে সেই দেশের ওপরও আক্র'মণ চালানো হবে বলে হুঁ'শিয়া'রি করেছে ইরান।জেনারেল কাসেম সোলাইমানি হ'ত্যার প্রতিশো'ধের অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত রাতে এক ডজনেরও বেশি ক্ষে'পণা'স্ত্র হাম'লা চালিয়ে ইরাকের দুটি মার্কিন ঘাঁটি ল'ক্ষ করে। এতে ৮০ জন মার্কিন সেনা নিহ'ত হয়েছে বলে দাবি করছে ইরান।

বুধবার ইরানের ইসলামি বিপ্ল'বী গার্ড বাহিনী বা আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, 'যদি আবার কোনো ‘শ'য়তানি’ করা হয় কিংবা কোনো আগ্রা'সন বা উস'কানি চালানোর চেষ্টা করা হয় তাহলে ওয়াশিংটনকে এর চেয়ে ‘বেদ'নাদা'য়ক’ ও ‘বিপ'র্যয়কর’ জবাব দেয়া হবে।
এখানেই থেকে থাকেনি ইরান। আমেরিকার যেসব মিত্র দেশ তাদের ঘাঁ'টিগুলোকে যুক্তরাষ্ট্রের হাতে তু'লে দিয়েছে তাদের প্রতি হুঁ'শি'য়ারি উচ্চারণ করে এরপর বলা হয়, যে দেশের ভূমি থেকেই ইরানের ওপর হাম'লা চালানো হবে সেই দেশেরে ওপরও আ'ক্র'মণ চালানো হবে।

ইসলামি বিপ্ল'বী গার্ড বাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, জেনারেল সোলাইমানিকে হ'ত্যার অপরা'ধে ইহু'দিবাদী ইজরায়েলকেও ইরান আমেরিকার মতো সমান অপরা'ধী বলে গণ্য করে। বিবৃতিতে এর চেয়ে বেশি ক্ষ'য়ক্ষ'তি হওয়ার আগে মধ্যপ্রাচ্য থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নেয়ার জন্য আমেরিকার জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে