আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে মার্কিন ঘাঁ'টিতে বুধবার ভোররাতে ইরানের ক্ষে'পণাস্ত্র' হাম'লার পর হঠাৎ সুর নরম করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ইরানের পা'ল্টা হাম'লার বদ'লা নেয়া'র কোনো হু'ম'কি তো দেননি, বরং শান্তি স্থা'পনে প্রস্তু'ত বলে জানিয়েছেন তিনি।
খবর বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকে মার্কিন ঘাঁ'টিতে বুধবার ভোররাতে ইরানের ক্ষে'পণা'স্ত্র হাম'লার হোয়াইট হাউসে সংক্ষি'প্ত এক বিবৃতি দেন ট্রাম্প।তবে গত কদিন ধ'রে ইরানের বিরু'দ্ধে যে ধ'রনের সাম'রিক ব্যবস্থা নেয়ার হুম'কি তিনি দিচ্ছিলেন আজ তার কিছুই ট্রাম্পের কণ্ঠে শোনা যায়নি।
এসময় তিনি ইরাকে মার্কিন ঘাঁ'টিতে ইরানের ক্ষে'পণা'স্ত্র হাম'লায় কোনো সৈন্য মা'রা যায়নি বলে জানিয়েছেন। তবে ওই হাম'লায় সামা'ন্য ক্ষ'য়ক্ষ'তি হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান যদি পারমা'ণবিক অ'স্ত্র অর্জনের চে'ষ্টা বা'দ দেয় তাহলে শান্তি স্থা'পনে তিনি প্রস্তু'ত।ইরান যে নতুন কোনো হা'মলা চা'লানোর সম্ভা'বনা নাকচ করেছে তাকে ‘ইতিবা'চক’ বলে বর্ণনা করেন ট্রাম্প।তিনি বলেন, তারা যে ক্ষা'ন্ত দিয়েছে সেটা সবার জন্যই মঙ্গল।
সাংবাদিকদের সামনে সংক্ষি'প্ত বিবৃতির শুরুতেই ট্রাম্প বলেন, তিনি যতদিন আমেরিকার প্রেসিডেন্ট থাকবেন ইরানকে পারমা'ণবিক অ'স্ত্র অর্জন করতে তিনি দেবেন না।ট্রাম্প বলেন, ইরানের বিরু'দ্ধে তিনি নতুন নিষেধা'জ্ঞা আরো'পের নির্দেশ দেবেন যা ততদিন পর্যন্ত কার্য'কর থাকবে যতদিন ইরান তার আচ'রণ না বদ'লাবে।’ তবে এ ব্যাপারে তিনি ভে'ঙে কিছু বলেননি।তিনি বলেন, ‘১৯৭৯ সাল থেকে ইরানের বহু আপ'ত্তিক'র ক'র্মকা'ণ্ড স'হ্য করা হচ্ছে, অনেক হয়েছে আর নয়।’
তিনি আরও বলেন, ‘ইরান একটি মহান দেশ হতে পারে, সে যোগ্যতা তাদের রয়েছে...আমাদের সবার এখন উচিৎ ইরানের সঙ্গে নতুন একটি চুক্তির চেষ্টা করা যাতে করে বিশ্ব নিরাপ'ত্তা বাড়ে।’ইরাক থেকে মার্কিন সৈন্য প্রত্যা'হারের যে দাবি ইরাকের পার্লামেন্ট করেছে, সে ব্যাপারে কোনো কথা বলেননি ট্রাম্প।তবে তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের তেলের কোনো প্রয়োজন আমেরিকার নেই।’ ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে অধিক'তর ভূমিকা নেয়ার জন্য নেটো জোটকে বলবেন।
প্রসঙ্গত ইরাকে দুটি মার্কিন সাম'রিক ঘাঁ'টিতে ইরান ক্ষে'পণা'স্ত্র হা'মলা চা'লিয়েছে। এতে ৮০ মার্কিন সেনা নিহ'ত ও ব্যা'পক ক্ষ'য়ক্ষ'তি হয়েছে সাম'রিক সরঞ্জা'মের। ইরাকের পশ্চিমাঞ্চলের আইন আল আসাদ ও কুর্দিস্তা'নের ইরবিল ঘাঁ'টিতে ২২টি ক্ষে'পণা'স্ত্র হাম'লা চালানো হয়।
ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলে দা'বি করা হয়- মঙ্গলবার শেষ রাতে হাম'লার মাধ্যমে কাসেম সোলেমানি হ'ত্যার জবা'ব দেয়া হয়েছে। তবে এরপর ইরান আর যু'দ্ধ চায় না। কিন্তু যুক্তরাষ্ট্র যদি হা'মলা করে তবে পা'ল্টা জবা'ব দেবে। স'রাস'রি যুক্তরাষ্ট্রের অভ্যন্ত'রে হাম'লা চা'লিয়ে এর জবা'ব দেবে ইরান।
মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের বি'তা'ড়ি'ত করা হবে বলে যুক্তরাষ্ট্রকে হু'শি'য়ার করে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।