আন্তর্জতিক ডেস্ক : ইরানের ইসলামি প্রচার বিষয়ক সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নুসরাতুল্লাহ লুতফির মতে, আই.আর.জিসি’র কুদস ফোর্সের কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাই’মানির জা'নাযার নামাজে প্রায় ৭০ লাখ মানুষ উপস্থিত হয়েছিলেন। সেই সাথে জানায় এটি এখন পর্যন্ত বিশ্বের সর্ববহৎ জানাযা।
সোমবার সকালে, ইরানের রাজধানী তেহরানের তেহরান বিশ্ববিদ্যালয় চত্বরে নি’হ'ত ক'মান্ডা'রদের জা'নাযার নামাজ পড়ান ই’রানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খো’মেনী। এরপর বিকালে, জেনারেল সো’লাই’মানিসহ বাকি কমান্ডারদের ম’র’দে'হ তে’হরানের দক্ষিণে অবস্থিত কোম নগরীতে নেয়া হয়। সেখানকার জা'নাযায়ও লাখ লাখ মুসল্লি অংশগ্রহণ করেন। বুধবার, ই’রানের দক্ষিণাঞ্চলীয় কেরমান শহরে জেনারেল সো’লাইমানির জন্মস্থানে তার শেষ জানাযা অনুষ্ঠিত হওয়ার পর তার ম’রদেহ দা’ফন করা হয়।
এর আগে, শনিবার ই’রাকের কাজেমাইন, বা’গদাদ, কার’বালা ও না’জাফ শহরে আলাদা আলাদাভাবে মা’র্কিন হা’ম’লায় নি’হ'তদের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এসব নামাজে ই’রাকের লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেন।