বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী, ২০২০, ০৫:৩৪:১২

বহুতল ভবনের কার্নিশে বি'প'জ্জ'নক ভাবে হাঁটছে এক শিশু, ভিডিও ভা'ইরা'ল

বহুতল ভবনের কার্নিশে বি'প'জ্জ'নক ভাবে হাঁটছে এক শিশু, ভিডিও ভা'ইরা'ল

আন্তর্জাতিক ডেস্ক : বহুতল ভবনের চার তলার বাইরের দেওয়ালের বাড়তি অংশ দিয়ে খুবই বি'প'জ্জ'নক ভাবে হেঁটে যাচ্ছে একটি শিশু। আশপাশে কেউ নেই। নেই কোনও রেলিং। দূরের একটি বিল্ডিং থেকে ক্যামেরায় ধ'রা পড়ল সেই গায়ে কাঁ'টা দেওয়া ভিডিও।

ফেসবুকে 'আই লাভ টেনেরিফ' নামে একটি পেজে ভিডিওটি পোস্ট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, চারতলার উপর একটি জানলার কাছ থেকে বারান্দার দিকে আসছে একটি শিশু। আর শিশুটি যে অংশ দিয়ে হাঁটছে সেটি হয়তো মাত্র কয়েক ই'ঞ্চি চওড়া হবে। কোনও পূর্ণবয়স্ক মানুষ হাঁটতে পারবেন না সেখান দিয়ে। সেটির উপর দিয়েই বেশ দ্রুত পায়ে হাঁটছে শিশুটি।

হাঁটতে হাঁটতে জানালার কাছ থেকে বারান্দার কাছে চলে আসে। কিন্তু বারান্দার ঘেরা অংশ টপকে ভিতরে যেতে পারেনি। ফলে ফের জানালার কাছে ফিরে যায়। জানালার কাছাকাছি এসে সে সামান্য লাফিয়েও ওঠে। এমনকি সে সামান্য টলেও যায়। কিন্তু নিজেকে সামলে নেয় শিশুটি। শিশুটি স্বাভাবিক ছন্দে ওই সরু অংশ দিয়ে হাঁটা চলা করলেও সামান্য এদিক ওদিক হলেই সে চার তলার উপর থেকে নীচের কংক্রিটে পড়ে যেতে পারত। বড় দূ'র্ঘ'টনা হতে পারত। স্পেনের টেনেসিফ এলাকার ঘটনা এটি। শনিবার ক্যামেরাব'ন্দি হয় সেটি।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, যে সময় শিশুটি এই বি'প'জ্জ'নক খেলায় মেতে ছিল, তখন তার বাবা-মা গোসল করছিল। সেই ফাঁকে শিশুটি বাড়ির বাইরের এই অংশে চলে আসে। ভিডিওটি এক পর্যটকের মেয়ের ক্যামেরায় ধ'রা পড়ে। শেষ পর্যন্ত কোনও দু'র্ঘ'টনা হয়নি বলে জানা গেছে। মেট্রো নিউজ জানিয়েছে, শিশুটি সম্ভবত ওই জানালা দিয়েই ঘরের ভিতর থেকে বাইরে চলে যায়। শিশুটি ফিনল্যান্ডের এক দম্পতির। যারা স্পেনে বেড়াতে গিয়ে ওই হোটেলে উঠেছিলেন। তাদের নাম প্রকাশ করা হয়নি।

কার্নিশে শিশুটির হাঁটার ভিডিও দেখুন...

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে