বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী, ২০২০, ০৬:১৬:৫০

বি'ধ্ব'স্ত বিমান নিয়ে উত্তে'জনা; যুক্তরাষ্ট্রকে ব্ল্যাক বক্স দেবে না ইরান

বি'ধ্ব'স্ত বিমান নিয়ে উত্তে'জনা; যুক্তরাষ্ট্রকে ব্ল্যাক বক্স দেবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে ১৮০ যাত্রী নিয়ে বি'ধ্ব'স্ত বিমানের ব্ল্যাক বক্স নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কিংবা যুক্তরাষ্ট্রকে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। বৃহস্পতিবার তারা জানায়, বিমানের ব্ল্যাক বক্স রে'ক'র্ডার নির্মাতা বা যুক্তরাষ্ট্রকে দেবে না তারা। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। ৮ জানুয়ারি বুধবার সকালে তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে উড্ডয়নের পরপরই তা বি'ধ্ব'স্ত হয়। ১৮০ আরোহী নিয়ে বি'ধ্ব'স্ত বিমানটির কোনও আরো'হী বেঁচে নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

বি'ধ্ব'স্তের পর ঘটনা অ'নুস'ন্ধা'নে গিয়ে ব্ল্যাকবক্স পায় ইরান। এরপর থেকেই সেটা হ'স্তান্ত'রে অ'স্বী'কৃতি জানায় তারা। বৈশ্বিক বিমান চলাচল আইন অনুযায়ী ইরানের এই ত'দ'ন্তের নেতৃত্ব দেওয়ার এখতিয়ার রয়েছে। তবে সাধারণত নির্মাণকারী প্রতিষ্ঠান এই ত'দ'ন্তে যুক্ত থাকে। বিশেষজ্ঞদের মতে, বিশ্বের খুব অল্প কিছু দেশই ব্ল্যাক বক্স বিশ্লেষণের ব্যাপারে দ'ক্ষ।   

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তেহরানের দক্ষিণ-পশ্চিমে পারান্দ শহরে বোয়িং-৭৩৭ মডেলের বিমানটি বি'ধ্ব'স্ত হয়। যা'ন্ত্রি'ক ত্রু'টির কারণেই এ দু'র্ঘ'টনা ঘটেছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের বিদ্যমান উত্তে'জনার মধ্যে এ দু'র্ঘ'টনা নতুন মাত্রা যোগ করেছে।

সাধারণ যুক্তরাষ্ট্রে নির্মিত বোয়িং স'ক্রা'ন্ত তদন্তে মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড যুক্ত থাকে। কিন্ত বিদেশে ঘটনার ক্ষেত্রে অবশ্য সংশ্লিষ্ট দেশের অনুমতি লাগবে। ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান আলি আবেদজাদেহ বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র কিংবা নির্মাণকারী প্রতিষ্ঠানকে ব্ল্যাক বক্স দেবো না। এই দু'র্ঘ'টনা ইরান ত'দ'ন্ত করবে, তবে ইউক্রেন চাইলে উপস্থিত থাকতে পারবে।

কোন দেশ এই ব্ল্যাকবক্স বিশ্লেষণ করবে তা স্পষ্ট করে বলেননি আবেদজাহ। বোয়িং জানিয়েছে তারা যেকোনও প্রয়োজনে সহায়তা করতে প্রস্তুত। আর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, তারা এই ত'দ'ন্তে সহায়তা করতে চান এবং কারিগরী সহায়তার প্রস্তাব দিয়েছেন। ব্ল্যাক বক্স হচ্ছে এমন একটি ডিভাইস যেখানে ফ্লাইট ডেটা রে'ক'র্ডিং ও ককপিট ভয়েস রেকর্ডিং সং'র'ক্ষি'ত থাকে। 

ককপিট ভয়েস রেকর্ডার অংশে বিমান চালকের কক্ষের সকল অডিও/কথাবার্তা রেকর্ড হয়। এতে করে পাইলট ও অন্যান্য ক্রু'র কথাবার্তা ও আলোচনা শুনতে পাওয়া যায়, যা থেকে শেষ মুহূর্তের স'ম'স্যাগুলো সম্পর্কে ধারণা করা সম্ভব। এছাড়া ফ্লাইট ডেটা রেকর্ডার অংশে বিমানের টেকনিক্যাল বিভিন্ন তথ্য যেমন প্লেনের গ'তি, বাতাসের গ'তি, বিমান কত উঁচুতে উড়ছে, জ্বা'লা'নী প্র'বা'হ, চাকার গ'তিবি'ধি সং'র'ক্ষি'ত থাকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে