বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী, ২০২০, ০৬:২৬:৪৩

নিজেদের র'ক্ষা করতে ই’রানের সঙ্গে আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র!

নিজেদের র'ক্ষা করতে ই’রানের সঙ্গে আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র!

আন্তর্জতিক ডেস্ক : নিজেদের র'ক্ষা করতে ই’রানের সঙ্গে আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র! অবশেষে ই’রানের সঙ্গে আলোচনায় বসতে চায়ছে যুক্তরাষ্ট্র। বিবিসির এক খবরে বলা হয়, ই’রানের সঙ্গে কোনো শর্ত ছাড়াই আলোচনা করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই ব্যাপারে জাতিসংঘকে একটি চিঠিও দিয়েছে যুক্তরাষ্ট্র।

জাতিসংঘে দেয়া ওই চিঠিতে কাসেম সো’লাই’মানিকে ‘হ’ত্যার যুক্তি হিসেবে নিজেদের র’ক্ষা করার জন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

চিঠিতে জাতিসংঘে মা’র্কিন রাষ্ট্রদূত কেলি ক্র্যা’ফট বলেছেন, “ই’রানের দ্বারা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা যাতে হু’মকির মুখে না পড়ে এবং উ'ত্তেজ'না যাতে বৃদ্ধি না পায় সেজন্য যুক্তরাষ্ট্র আলোচনা করতে প্রস্তুত রয়েছে। ”

এদিকে জাতিসংঘে ই’রানের রাষ্ট্রদূত মাজিদ তখত রাভানচি এক চিঠিতে জানিয়েছেন, ইরান কোন ‘যু’দ্ধ কিংবা উ'ত্তে'জনা বাড়াতে চায়না। মা’র্কিন ঘাঁটিতে সুনির্দিষ্ট এবং যথাযথ সামরিক পদক্ষেপের মাধ্যমে ‘ই’রান আ’ত্মর’ক্ষার চেষ্টা করেছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে