বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী, ২০২০, ০৯:৫৫:৩৬

বাবা সুস্থ হয়ে যাবে, এই আশায় ভাবির শরীরে ১০১ বার ছু'রি নিয়ে কো'পালেন ননদ

বাবা সুস্থ হয়ে যাবে, এই আশায় ভাবির শরীরে ১০১ বার ছু'রি নিয়ে কো'পালেন ননদ

আন্তর্জাতিক ডেস্ক : প্রদীপের নিচে থাকা অ'ন্ধকা'রের মতোই ডিজিটাল ইন্ডিয়ার নিচে লুকিয়ে আছে কু'সং'স্কারের ভারত! একদিকে যখন দেশের মহাকাশ গবেষণা সংস্থা সূর্যে অ'ভিযান করার প'রিক'ল্পনা নিচ্ছে তখনও অনেক মানুষের মন থেকে দূর হয়নি অ'শি'ক্ষা। এর ফলে ডাইনি অ'পবা'দ দিয়ে মানুষ পি'টিয়ে মা'রা'র মতো ঘটনা যেরকম বাড়ছে তেমনি বাড়ছে কু'সং'স্কা'রও। 

যার ফলে একান্ত প্রিয়জনকেও নি'র্ম'ম ক'ষ্ট দিতে পিছপা হয় না অনেকে। এমনই একটি ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বরেলি জেলার গাঙ্গহোরা গ্রামে। যেখানে নিজের বাবাকে সুস্থ করতে ভাবির শরীরে ১০১টি কো'প মা'রার অ'ভিযো'গ উঠেছে ননদের বি'রু'দ্ধে। বর্তমানে আ'ক্রা'ন্ত ওই মহিলা গু'রু'ত'র জ'খ'ম অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন। তার ভাইয়ের অ'ভিযোগের ভিত্তিতে ঘটনাটির ত'দ'ন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আট বছর আগে গাঙ্গহোরা গ্রামের বাসিন্দা রেনুর সঙ্গে বিয়ে হয়েছিল সঞ্জীব নামে এক যুবকের। এমনিতে সংসারে কোনও অশান্তি ছিল না। কিন্তু, কিছুদিন আগে সঞ্জীবের বাবা আ'চম'কা অ'সু'স্থ হয়ে পড়ে। এরপরই তাকে সুস্থ করার জন্য ত'ন্ত্রসাধনা করতে শুরু করে সঞ্জীবের বোন মণি। তারই অ'ঙ্গ হিসেবে গত মঙ্গলবার রাতে রেনুকে একটি ঘরে আ'টকে রেখে তার শরীরে ছু'রি নিয়ে চ'ড়াও হয় মণি। তার সঙ্গে ছিল স্বামী মুলি ও এক ভাই রাজু। রেনুর হাত ও পা বেঁধে দিয়ে তার মুখে ও সারা শরীরে ১০১টি কো'প মে'রে ক্ষ'তচি'হ্ন তৈরি করে। প্র'ব'ল য'ন্ত্র'ণায় ছটফট করতে থাকলেও রেনুকে মুক্তি দেয়নি তারা।

কিছুক্ষণ বাদে অ'ভিযু'ক্তদের স'ত'র্কতার সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান রেনু। কিন্তু, শরীর সঙ্গ না দেওয়ায় কিছুটা দূরে গিয়ে রাস্তার ওপর পরে যান। ওই সময়ে সেখানে ট'হ'লদারি চালাচ্ছিলেন স্থানীয় থানার একজন পুলিশ কনস্টেবল। রাস্তার ওপর র'ক্তা'ক্ত অবস্থায় এক মহিলাকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। পরে মহিলার বাড়ির লোকদের কাছে খবর পৌঁছালে হাসপাতালে এসে হাজির হন তারা। 

বর্তমানে রেনুর ভাইয়ের অ'ভিযো'গের ভিত্তিতে মণি ও বাকি দু'জনের নামে ত'দ'ন্ত শুরু করেছে পুলিশ। মূল অ'ভিযু'ক্ত মণি গ্রে'প্তার হলেও বাকিরা প'লা'তক। এপ্রসঙ্গে বারাদারি পুলিশ থানার ওসি নরেশ ত্যা'গী জানান, আ'ক্রা'ন্ত রেনু বর্তমানে হাসপাতালের আইসিইউতে ভরতি আছেন। মুখ-সহ তার সারা শরীরে ৩০০টি সেলাই পড়েছে। একটি মামলা দায়ের হয়েছে। মূল অ'ভিযু'ক্ত মণি গ্রে'প্তা'র হলেও বাকি দুজন প'লা'তক। তাদের স'ন্ধা'নে ত'ল্লা'শি চালানো হচ্ছে। রেনু একটু সুস্থ হলে তার জবানব'ন্দি রেকর্ড করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে