বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী, ২০২০, ১১:০১:৩৫

আমরা চাইলে প্রথমেই পাঁচশ মার্কিন সেনা হ'ত্যা করতে পারতাম: ইরান

আমরা চাইলে প্রথমেই পাঁচশ মার্কিন সেনা হ'ত্যা করতে পারতাম: ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ‘আমরা চাইলে প্রথম ধাপেই পাঁচশ মার্কিন সেনাকে হ'ত্যা করতে পারতাম। প্রথম ধাপের হা'মলাটি ব্যাপক সংখ্যায় মার্কিন সেনা হ'ত্যার লক্ষ্য নিয়ে করা হয়নি।’ কথাগুলো বলছিলেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্সের প্রধান আমির আলী হাজিযাদেহ।

তিনি বলেন, আমেরিকা যদি পা'ল্টা আ'ঘাত হা'নার চেষ্টা করতো তাহলে ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের দ্বিতীয় ও তৃতীয় ধাপের হা'মলায় চার থেকে পাঁচ হাজার মার্কিন সেনা প্রা'ণ হা'রাতো।

ইরানের এই জেনারেল বলেন, আমরা ‘শহীদ সোলাইমানি’ নামের যে অভি'যান শুরু করেছিলাম তা ছিল একটি বৃহৎ অভিযান। এই অভি'যানের কয়েকটি ধাপ ছিল। আমরা যদি অভি'যান অব্যাহত রাখার প্রয়োজন অনুভব করতাম তাহলে তা গোটা অঞ্চলে ছড়িয়ে পড়তো। পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের সর্বত্রই এই অভিযান চলতো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে