শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫, ০৮:১৩:০৫

শেষ জীবন মক্কায় কাটাবেন দাউদ ইব্রাহিম

শেষ জীবন মক্কায় কাটাবেন দাউদ ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী এবং অপরাধ জগতের ডন দাউদ ইব্রাহিম। যিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিয়ন্ত্রণ করছেন ভারতের অপরাধ জগত। এখানে তিনি তৈরি করে নিয়েছেন ত্রাসসঞ্চারে একটি লেজেন্ড। তবে গুঞ্জন উঠেছে, ডি-কোম্পানি চালানোর এতসব ঝক্কি নাকি এখন আর নিতে ভাল লাগছে না তার। তা ছাড়া দুই মেয়েও নাকি ক্রমাগত তাকে অবসর নেওয়ার জন্য চাপ দিয়েই যাচ্ছে। তবে অবসর নিয়ে তিনি শেষ জীবন মক্কায় কাঁটাবেন বলেই জানা যায়। আর একদিনের মাথায় অর্থাৎ ২৬ ডিসেম্বর ৬০ বছরে পা দেবে এই আন্ডার ওয়ার্ল্ডের ডন। তার পরেই নাকি শুরু হবে অবসরের তোড়জোড়। বিল গেট্‌স-এর কায়দায় আপাতত সন্ধান চলছে যোগ্য উত্তরসূরির। গোটা অপরাধ সাম্রাজ্যের হ্যান্ডওভার দেওয়া তো চাট্টিখানি কথা নয়। ভাড়াটে খুন, জঙ্গি হামলা, স্মাগলিং আমদানি-রফতানি, অপহরণ-মুক্তিপণ ইত্যাদি যাবতীয় ফ্র্যাঞ্চাইজির জটিল সমীকরণ বুঝতে সময় তো লাগবেই। তবে দাউদ ইব্রাহিমের উত্তরসূরি কে হবেন সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ‘ডি-কোম্পানি’কে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তার ভাই আনিস আহমেদই এগিয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে। অপরদিকে দাউদের ডানহাত ছোটা শাকিল তার বর্তমান অবস্থানেই থাকবেন। তাই শোনা যাচ্ছে, দাউদের অপরাধ ইন্ডাস্ট্রির দীর্ঘ দিনের সহায়ক, তার তিন ভাইয়ের মধ্যে থেকেই কেউ একজন হবে ১০ বিলিয়ন ডলারের ডি-কোম্পানির নতুন হর্তাকর্তা। আনিস, মুশতাকিন এবং হুমায়ুন এই তিন ভাইয়ের মধ্যে আনিস-ই এগিয়ে আছে বলে ধারণা মুম্বইয়ের একটি পত্রিকার। আগামী শনিবার দাউদের জন্মদিনের পার্টিতেই নতুন সিইও-র নাম ঘোষণা হতে পারে। তবে অনেকের মতেই দাউদের সম্পত্তির পরিমান হয়তো তার নিজেরই জানা নেই। অবসর নিয়ে তিনি মক্কা যাবেন বলেই বেশ কয়েকটি বিশ্বাসযোগ্য সূত্র থেকে জানা যায়। ২৫ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে