আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে মার্কিন দু'টি সামরিক ঘাঁ'টিতে ইরানের ক্ষে'পণা'স্ত্র হা'ম'লা আপাত দৃষ্টিতে দেশটির কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হ'ত্যার প্র'তী'কী প্র'তিশো'ধ হিসেবে ধরে নেয়া যায়। গত ৩ জানুয়ারি ইরানি এই জেনারেলকে হ'ত্যার পর মধ্যপ্রাচ্যে যে যু'দ্ধং'দে'হী মনোভাব হাজির হয়েছে; সেটি সাময়িক সময়ের জন্য এড়ানো গেলেও এখনও চূ'ড়া'ন্ত উ'পসং'হারে পৌঁছানো বেশ ক'ঠি'নই।
জেনারেল সোলেইমানি হ'ত্যাকা'ণ্ডের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন, ইরানের স'শ'স্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের বি'রু'দ্ধে সরাসরি ব্যবস্থা নেবে। ইরানের সর্বোচ্চ এই নেতার কথা ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছেও। তবে একটি বার্তা এসে গেছে, সেটি হলো ইরানি কর্তৃপক্ষ এই স'ঙ্ক'ট আর বাড়িয়ে তুলতে চায় না। ইরাকে মার্কিন ঘাঁ'টি আ'ক্রা'ন্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ই'ঙ্গি'ত দিয়েছেন তিনিও একই পথে হাঁটতে চান। উত্তে'জনা বাড়াতে চান না তিনিও।
কিন্তু এর অর্থ এই নয় যে পরবর্তীতে ওই অঞ্চলে মার্কিন মিত্রদের বি'রু'দ্ধে প্র'ক্সি যু'দ্ধের মাধ্যমে ইরান আর কোনও প্র'তি'ক্রি'য়া দেখাবে না। এ ধরনের আশা বো'কা'মির শা'মিল। কারণ ইরান একই ধরনের কাজ করেছিল গত বছরের ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের আবকাইক ও খুরাইস তেল ঘাঁ'টিতে ভ'য়াব'হ ড্রো'ন হা'ম'লার মাধ্যমে। যদিও এ ধরনের নিম্নমাত্রার গে'রি'লা যু'দ্ধ এখন অ'নিবা'র্য নয়; তারপরও অতীতের মতো সামরিক সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের বি'রু'দ্ধে পুরোমাত্রায় যু'দ্ধ এড়াতে চায় ইরান।
সরকারি বাহিনীর স'হিং'স দ'মনে ইরাকে অন্তত ৫০০ বিক্ষো'ভকারী নি'হ'ত হন। এছাড়া আ'হ'ত হয় আরও ২০ হাজারের বেশি মানুষ। ইরানি জেনারেল হ'ত্যাকা'ণ্ডের মাধ্যমে ইরাকের বি'ক্ষো'ভকারীদের পায়ের তলা থেকে যে মাটি সরিয়ে দেয়া হয়েছে; তা বললেও বেশি হবে না। কারণ ইরাকে মার্কিন হ'স্তক্ষে'পের অর্থই হচ্ছে ইরানি হ'স্তক্ষে'প দূর করা। আর এখন ইরাকের কোনো নেতাই আমেরিকানপ'ন্থী হিসেবে পরিচিত হতে চাইবেন না। ইরানপ'ন্থী ইরাকের প্যারা মিলিটারির সদস্যরা এখন নিজেদের ইরানি প্র'ক্সি হিসেবে নয়, বরং দেশপ্রেমী হিসেবে জাহির করতে পারবেন।
সোলেইমানি দুই দশকের বেশি সময় ধরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশি স'শ'স্ত্র শাখার প্রধান হিসেবে যা অর্জন করেছিলেন, মৃ'ত্যুর মাধ্যমে দেশের জন্য তারচেয়েও বেশি করে গেলেন তিনি। মার্কিন দৃ'ষ্টিকোণ থেকে দেখলে, তার মৃ'ত্যু ইরানের জন্য অত্যন্ত ফলপ্রসূ এবং দেশটির ক্ষ'ম'তাসীন সরকার ও আঞ্চলিক মিত্রদের আগের যে কোনও সময়ের চেয়ে আরও শ'ক্তিশা'লী করেছে। সূত্র : রেডিও তেহরান