শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০, ০১:৪৬:৪২

সাম'রিক শ'ক্তিতে এগিয়ে কোন দেশ, আমেরিকা না, ইরান?

সাম'রিক শ'ক্তিতে এগিয়ে কোন দেশ, আমেরিকা না, ইরান?

আন্তর্জাতিক ডেস্ক: কাসেম সোলাইমানিকে হ'ত্যার মধ্য দিয়ে ইরানের সঙ্গে দ্ব'ন্দ্বে জ'ড়িয়ে এবার সাম'রিক ক্ষ'মতা খো'য়াতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে সে উদ্যোগে নেওয়াও হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যাতে ইরানের বিরুদ্ধে যু'দ্ধ চা'পিয়ে না দিতে পারেন সেজন্য তার সাম'রিক ক্ষ'মতা ক'মাতে মার্কিন আজ বৃহস্পতিবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হবে। 

এদিকে, সোলাইমানিকে হ'ত্যার প্রতিশো'ধ হিসেবে বুধবার ইরাকে অবস্থিত দু’টি মার্কিন সাম'রিক ঘাঁ'টিতে ক্ষে'পণা'স্ত্র হাম'লা চালিয়েছে তেহরান। এবার ইরানের ড্রো'ন হাম'লা আত'ঙ্কে ভু'গছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সাম'রিক স্থাপ'নাগুলোতে হাম'লা চালা'নোর ল'ক্ষ্যে ব্যা'পক প্র'স্তুতি নিচ্ছে তেহরান। ইরাকে মার্কিন সেনা ঘাঁ'টি ল'ক্ষ্য করে দ'ফায় দ'ফায় ক্ষে'পনা'স্ত্র ছু'ড়েছে ইরান। এতে অন্তত ৮০ জন মার্কিন সেনার মৃ'ত্যু হয়েছে, আহ'ত হয়েছে বহু। এছাড়া ইরানের ক্ষে'পণাস্ত্র' হাম'লায় ইরাকে অবস্থিত মার্কিন বিমান ঘাঁ'টি আইন আল-আসাদের রা'ডার ব্যবস্থা সম্পূ'র্ণ ধ্বং'স হয়ে গেছে।

সোলাইমানিকে মার্কিন বাহিনীর হ'ত্যা এবং ইরাকে মার্কিন সাম'রিক ঘাঁ'টিতে ইরানের ক্ষে'পণা'স্ত্র হাম'লার ঘটনায় মধ্যপ্রাচ্যে আরেকটি যু'দ্ধ শুরু হয়ে গেছে বলে আশ'ঙ্কা করছেন বিশেষ'জ্ঞরা। এর আগেও ডোনাল্ড ট্রাম্প হুম'কি দিয়েছেন, যু'দ্ধ বাঁ'ধাতে চাইলে ইরানকে নিশ্চি'হ্ন করে দেওয়া হবে। জবা'বে তেহরান বলেছে, যুক্তরাষ্ট্র যু'দ্ধ শুরু করলে কিছুই নিয়'ন্ত্রণে থাকবে না। যুক্তরাষ্ট্র ও ইরান কার কত সাম'রিক শ'ক্তি এর একটি তুল'নামূলক চিত্র পাঠকদের জন্য তুলে ধরা হলো।
যুক্তরাষ্ট্রের সাম'রিক শ'ক্তি
কোনো ধরনের বিত'র্ক ছাড়াই বিশ্বে সাম'রিক শক্তি'তে শীর্ষে যুক্তরাষ্ট্র। জলে, স্থলে, আকাশে মার্কিনিদের টে'ক্কা দিতে পারার মতো সক্ষ'মতা এখন পর্যন্ত কোনো দেশেরই নেই। এর কারণও আছে। মার্কিনিরা তাদের সাম'রিক সক্ষ'মতা বাড়া'নোর জন্য বিশাল এক বাজেট রাখে, যার পরিমাণ ৭১৬ বিলিয়ন ডলার। তবে নিজ দেশ থেকে বহুদূরে গিয়ে মধ্যপ্রাচ্যে ইরানের মু'খোমু'খি হতে হলে দেশটিকে বেশ বে'গ পেতে হবে। এক নজরে দেখে নেওয়া যাক যুক্তরাষ্ট্রের বর্তমান সাম'রিক শ'ক্তি।

সেনাবাহিনী
মার্কিন সেনাবাহিনীতে সক্রি'য় সেনা সদস্যের সংখ্যা ১২ লাখ ৮১ হাজার ৯০০ জন। এছাড়া সংর'ক্ষিত রয়েছে আরও ৮ লাখ ১১ হাজার জন। সেনাবাহিনীতে ট্যাং'ক রয়েছে ৬ হাজার ৩৯৩টি।  সাঁজো'য়া যানের (আর্ম'রড ফাই'টিং ভেহি'কল) সংখ্যা ৪১ হাজার ৭৬০টি। সেনাসদস্যের ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের কামা'ন রয়েছে ৩ হাজার ২৬৯টি। পাশাপাশি ৯৫০টি সংক্রি'য় কামান (সেল'ফ প্রপে'লড আর্টি'লারি) ও ১ হাজার ১৯৭টি রকে'টচালিত কামা'ন (রকে'ট আর্টি'লারি) রয়েছে।   

বিমানবাহিনী 
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্ষ'মতা বিশ্বে প্রথম স্থানে। দেশটির বিমানবাহিনীর মোট আকাশযানের সংখ্যা ১৩ হাজার ৩০৪টি। এর মধ্যে রয়েছে-ফাইটার বিমান ২ হাজার ৩৬২টি, অ্যাটাক বিমান ২ হাজার ৮৩১টি, হেলিকপ্টার ৫ হাজার ৭৬০টি ও অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ৯৭১টি। যুক্তরাষ্ট্রের যু'দ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে বিশ্বের সেরা স্টে'লথ ফাই'টার (রাডা'রে ধ'রা না পড়ে আ'ক্র'মণ করতে সক্ষ'ম) এফ-২২ ও এফ ৩৬। পাশাপাশি প্রশি'ক্ষণ ও পরিবহনের জন্য উড়োজাহাজ রয়েছে বাহিনীটির।  

নৌবাহিনী 
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে মোট যানের সংখ্যা ৪১৫টি। এর মধ্যে এয়ার'ক্রা'ফট ক্যারিয়ার রয়েছে ২৪টি, ফ্রিগে'ট রয়েছে ২২টি, ডে'স্ট্র'য়ার রয়েছে ৬৮টি, কর'ভেট রয়েছে ১৫টি ও সাব'মেরিন রয়েছে ৬৮টি। এছাড়া পেট্রোল বোট ১৩টি ও মাইন ওয়্যা'ফেয়ার রয়েছে ১১টি। 

ইরানের সাম'রিক শ'ক্তি
সামরিক শ'ক্তিতে ইরানের অবস্থান ১৪তম। মধ্যপ্রাচ্যে দেশটির অবস্থান খুবই শ'ক্ত। বিশেষ'জ্ঞরা বলছেন বিশ্বের শ'ক্তিধ'র দেশগুলোকে একহাত নেওয়ার ক্ষম'তা আছে ইরানের। ইরানের ডিফে'ন্স বাজেট ৬৩০ কোটি ডলার। এক নজরে দেখে নেওয়া যাক দেশটির বর্তমান সাম'রিক শ'ক্তি।

সেনাবাহিনী 
ইরানের বর্তমান সক্রি'য় সেনাসদস্য ৫ লাখ ২৩ হাজার। এছাড়া সংর'ক্ষি'ত সদস্য রয়েছে ৩ লাখ ৫০ হাজার জন।  দেশটির ট্যাং'কের সংখ্যা ১ হাজার ৬৩৪টি।  সাঁজো'য়াযানের (আর্ম'রড ফাই'টিং ভেহি'কল) সংখ্যা ২ হাজার ৩৪৫টি। সেনাসদস্যের ব্যবহারের জন্য কামা'ন (টোয়ে'ড আর্টি'লারি) রয়েছে ২ হাজার ১২৮টি। পাশাপাশি ৫৭০টি সংক্রি'য় কামা'ন (সেল'ফ প্রপে'লড আর্টি'লারি) ও ১ হাজার ৯০০টি রকে'টচালিত কামা'ন (রকে'ট আর্টি'লারি) রয়েছে।  

বিমানবাহিনী 
ইরানের বিমানবাহিনীর মোট আকাশযানের সংখ্যা ৫০৯টি। এর মধ্যে রয়েছে-ফাই'টার বিমান ১৪২টি, অ্যা'টা'ক বিমান ১৬৫টি, হেলিকপ্টার ১২৬টি ও অ্যা'টা'ক হেলিকপ্টার ১২টি। পাশাপাশি প্রশিক্ষ'ণের জন্য ১০৪টি ও পরিবহনের জন্য ৯৮টি উড়োজাহাজ রয়েছে বাহিনীটির। ইরানের হাতে এখন পর্যন্ত স্বীকৃ'ত কোনো স্টেল'থ ফাই'টার বিমান নেই। 

নৌবাহিনী 
ইরানের নৌবাহিনীতে এখন পর্যন্ত যোগ হয়নি কোনো এয়ারক্রাফট ক্যারি'য়ার। বাহিনীটিতে ফ্রি'গে'ট রয়েছে ছয়টি, কর'ভেট রয়েছে তিনটি এবং সাবমে'রিন রয়েছে ৩৪টি। নেই কোনো ডে'স্ট্র'য়ার। তবে ইরানের ৮৮টি পেট্রো'লবোট  ও তিনটি মাই'ন ওয়্যা'ফেয়ার রয়েছে। 

পারমা'ণবিক শ'ক্তির তুলনা
যুক্তরাষ্ট্র পারমা'ণবিক ক্ষম'তাধ'র দেশ হলেও এখন পর্যন্ত ইরানের বো'মা নেই বলে ধারণা করা হয়। মার্কিনিদের হাতে ৭ হাজার ২০০টি পারমা'ণবিক বো'মা রয়েছে। তাই পারমাণবিক শক্তির দিক দিয়ে বেশ এগি'য়ে আছে যুক্তরাষ্ট্র।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে