ইসলামি প্রজাতন্ত্র ই’রানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার ব্যক্তিগত টুইটার পেইজে মা’র্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে গতকাল (বৃহস্পতিবার) টুইটারে বার্তা দিয়েছেন।
জাওয়াদ জারিফ তার টুইটার বার্তায় বলেন, ‘আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা আমেরিকার বি’রু'দ্ধে সমানুপাতিক অভি’যান চা'লিয়েছি। তার আগে আমি সিএনএনের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছি।’
প্রেসিডেন্ট ট্রাম্পকে পরামর্শ দিয়ে ই’রানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুন্দর সুন্দর অ’স্ত্র দিয়ে বিশ্ব শাসন করা যায় না; এজন্য দরকার জনগণ। জনগণই বিশ্বকে শাসন করে।
এর আগে মঙ্গলবার তেহরান ডায়লগ ফোরামে দেয়া বক্তৃতায় জারিফ বলেছিলেন, পশ্চিম এশিয়ায় মা’র্কিন সেনা’দের ক্ষ’তিকর উপস্থিতি অবসানের সময় শুরু হয়েছে।