শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০, ০৫:২১:৩৩

ট্রাম্প মিথ্যাবাদী: ব্লুমবার্গ

ট্রাম্প মিথ্যাবাদী: ব্লুমবার্গ

আন্তর্জতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের তেল যুক্তরাষ্ট্রের প্রয়োজন নেই বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন। তবে তার সেই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম ব্লুমবার্গ। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারগুলোতে এখনো মধ্যপ্রাচ্যের বড় একটা পরিমাণ তেল ব্যবহার করা হয়।

এর আগে হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের এক নম্বর তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ। আমরা এখন স্বাধীন এবং আমাদের মধ্যপ্রাচ্যের তেলের প্রয়োজন নেই।

ইরাকে থাকা মার্কিন দুটি ঘাঁ'টিতে ক্ষে'পণা'স্ত্র' হা'মলার পর ট্রাম্প আনুষ্ঠানিক বিবৃতি দেয়ার সময় এ কথা বলেন। তবে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র তেল আমদানি কমিয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ। 

তারা আরো জানিয়েছে, এখনো এ অঞ্চল থেকে যুক্তরাষ্ট্র ১০ ভাগ তেল আমদানি করে। যুক্তরাষ্ট্র তেল উৎপাদনে নতুন রেক'র্ড স্থাপন করলেও এখনো মার্কিন কম্পানিগুলো মধ্যপ্রাচ্যের তেলের ওপর নির্ভর করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে