আন্তর্জাতিক ডেস্ক : বড়সড় সাফল্য ভারতের গুজরাতের সুরাট পুলিশের৷ স্পার আড়ালের র'মর'মিয়ে চলছিল দেহ ব্যবসা৷ বহুদিন ধরেই এমন কা'ণ্ড চলছিল দাবি করেছে পুলিশ৷ আ'টক ৩০ জন বিদেশি যুবতী৷ জানা গিয়েছে, অনুমোদন ছাড়াই তারা কাজ করছিলেন৷
জানা গিয়েছে বিদেশি যুবতীরা ভিসা ছাড়াই কাজ করছিলেন স্পাতে৷ বিভিন্ন প্র'ভা'বশালী ব্যক্তির কাছ থেকে বাড়তি সুবিধা নিয়েই এই কাজ শুরু করেছিলেন৷ ঘটনার পূ'র্ণা'ঙ্গ ত'দ'ন্ত শুরু করেছে পুলিশ৷ সমস্ত যুবতীদের একটি বাসে করে পুলিশ আহমেদাবাদের উদ্দেশ্যে রাতেই নিয়ে যাওয়া হয়৷
৩০ জনের মাথা পিছু আর্থিক জ'রি'মা'নার পরিমাণ ২৮,৮০০ টাকা৷ স্পা-টি বন্ধ করে দেওয়া হয়েছে৷ স্পা-এর ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনার পূ'র্ণা'ঙ্গ ত'দ'ন্ত চলছে৷ পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে সেখানে গিয়েছিলেন তারা। সেখানে গিয়ে অনেককেই আ'প'ত্তিকর অবস্থায় দেখেন পুলিশ।
কিছুদিন আগে খাস কলকাতা শহরে স্পার আড়ালে দেহ ব্যবসার খবর পাওয়া যায়। তাইল্যান্ড থেকে যুবতীদের এনে চলছিল সেই কারবার। বালিগঞ্জ এলাকার একটি স্পাতে অভিযান চালিয়ে এমন তথ্যই প্রকাশ্যে এনেছিল কলকাতা পুলিশ। এই ঘটনায় মোট আট জনকে গ্রেফতার করা হয়। সূত্র : নিউজ ১৮