আন্তর্জাতিক ডেস্ক : ইরানে ইউক্রেনগামী বিমান বি'ধ্ব'স্ত হয়ে নিহ'ত ১৭৬ জন যাত্রীর মধ্যে ৬৩ কানাডিয়ান। এ ঘটনায় গভীর স'মবে'দনা জানিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, এই দু'র্ঘ'টনার খবর পেয়ে আমি হ'তবা'ক এবং শো'কাহ'ত। দুর্ঘটনায় যারা পরিবার, বন্ধুবান্ধব এবং প্রিয়জনকে হা'রিয়েছেন তাদের প্রতি জানাচ্ছি গভীর স'মবে'দনা।
বুধবার সকাল ১০টায় তেহরানে খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দরে ইউক্রেনীয় বোয়িং ৭৩৭-৮০০ জেট দু'র্ঘ'টনায় ১৭৬ জন নিহ'ত হন। নিহ'তদের মধ্যে বেশিরভাগ যাত্রী ছিলেন ইরান এবং কানাডার। অন্যদিকে, বি'ধ্ব'স্ত ইউক্রেনের বিমানটি ক্ষে'প'ণাস্ত্রের আ'ঘা'তে বি'ষ্ফো'রিত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
বিমানে আ'ঘা'ত হা'নার একটি ভিডিও প্রকাশ করেছে দেশটি। এতে উ'দ্বি'গ্ন ইরান দাবি করেছে, ক্ষে'প'ণা'স্ত্র হা'ম'লায় বি'ধ্ব'স্ত হয়নি। মার্কিন প্র'ভা'বশালী পত্রিকা নিউইয়র্ক টাইমস এ সং'ক্রা'ন্ত একটি ভিডিও প্রকাশ করে। ১০ সেকেন্ডের ওই ভিডিওতে কোনও একটা বস্তুর আ'ঘা'তে বিমানটিতে আ'গু'ন ধরে যেতে দেখা গেছে। কিছুক্ষণ পরই প্র'চ'ণ্ড শব্দে এটি বি'ষ্ফো'রিত হয়।
এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তার কাছে বেশ কিছু গোয়েন্দা সূত্রের তথ্য রয়েছে, যা এই আ'ভা'স দিচ্ছে যে তেহরান থেকে উড্ডয়নের পরেই ইউক্রেনের বিমানটিকে গু'লি করে ভূ'পা'তিত করেছে ইরান। এতে বিমানটিতে থাকা ১৭৬ যাত্রী নি'হ'ত হয়েছেন, যাদের মধ্যে ৬৩ কানাডীয় নাগরিকও রয়েছেন।