শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০, ১০:৪৫:৫০

তেহরানে ৬৩ কানাডিয়ানের মৃত্যু, যেন অ'স্থির হয়ে পড়েছেন জাস্টিন ট্রুডো

তেহরানে ৬৩ কানাডিয়ানের মৃত্যু, যেন অ'স্থির হয়ে পড়েছেন জাস্টিন ট্রুডো

শওগাত আলী সাগর : ইরানের সঙ্গে কানাডার মুখ দেখাদেখি নেই অনেক বছর। ইরানের সঙ্গে কূ'টনৈ'তিক সম্পর্ক ছি'ন্ন করেছিলো স্টিফেন হারপারের কনজারভেটিভ সরকার। জাস্টিন ট্রুডোর লিবারেল সরকার সেই সিদ্ধান্ত থেকে সরেনি। ইরানের সঙ্গে কানাডার মুখ দেখাদেখি ব'ন্ধ সেই থেকেই।

কিন্তু ইরানে ইউক্রেনিয়ান বিমান বি'ধ্ব'স্থ হ্ওয়ার পর প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যেনো অস্থির হয়ে পড়েছেন। ইরান থেকে ক্ষে'পণা'স্ত্র ছুড়ে বিমানটিকে ভূপতিত করা হয়েছে যাতে ৬৩ জন কানাডীয়ানের প্রা'ণহা'নি ঘটেছে। কেনো এতোগুলো মানুষ মর'লো- তার উত্তর চান তিনি, তিনি বলেছেন, এই উত্তর পাওয়া কানাডিয়ানদের অধিকার। সেই অধিকার আদায় না হ্ওয়া পর্যন্ত তিনি ক্ষ্যা'ন্ত হবেন না- সেই ঘোষণাও দিয়েছেন তিনি।

এই অবস্থায় কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফোন করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে। টেলিফোনে তিনি দাবি জানিয়েছেন, তদন্তে কানাডিয়ানদের অ'ন্তর্ভূ'ক্ত করতে হবে। একটি বী'ভৎ'স ট্রা'জে'ডি, ৬৩ জন কানাডিয়ানের কেনো মৃ'ত্যু হলো তার উত্তর খুঁ'জ'তে কূটনৈতিক যোগাযো'গহী'ন একটি দেশের সঙ্গেও নিজে যেচে কথা বলতে শুরু করেছেন ট্রুডোর পররাষ্ট্রমন্ত্রী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে