আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজ আলী আকবারি বলেছেন, জেনারেল কাসেম সোলাইমানি সব সময় শান্তি ও নিরাপ'ত্তার জন্য কাজ করেছেন। তিনি তেহরানে জুমার নামাজের খুতবায় বলেন, এই মহান বীর গোটা অঞ্চলকে আইএস স'ন্ত্রা'সীদের কব'ল থেকে মু'ক্ত করেছেন এবং পশ্চিম এশিয়ায় প্রতিরো'ধের সংস্কৃতিকে ছড়ি'য়ে দিয়েছেন। এর ফলে গোটা বিশ্বের নিরাপ'ত্তা জো'রদার হয়েছে। পারসটুডে
হাজ আলী আকবারি তার এক বন্ধুকে উদ্ধৃ'ত করে বলেন, “আমার বন্ধু আমাকে জানিয়েছেন, জেনারেল সোলাইমানিকে বলা হয়েছিল তিনি যেহেতু খুবই জনপ্রিয় সে কারণে প্রেসিডেন্ট প্রার্থী হলে ভালো হয়। এর জবাবে জেনারেল সোলাইমানি বলেছিলেন, তিনি গু'লির প্রার্থী, তিনি শাহা'দাতের প্রার্থী।”
ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি (রহ.)’র আদর্শ অনুস'রণ করে তিনি ভবিষ্যতের জন্য যোগ্য ও সাহসী তরুণ সমাজ গড়ে গেছেন বলেও জানান, হাজ আলী আকবারি। জুমার নামাজের খতিব বলেন, আমেরিকা জেনারেল সোলাইমানিকে হ'ত্যা করে ম'হাভু'ল করেছে। শাহাদাতের পেছনে ছু'টে বেড়ি'য়েও এখনও সেই সৌভাগ্য অর্জন করতে না পারায় সোলায়মানি আক্ষে'প করছিলেন বলে জুমার নামাজের খতিব বন্ধুকে উদ্ধৃত করে জানান।