শনিবার, ১১ জানুয়ারী, ২০২০, ১০:২৬:৪৭

যে দুই কারণে ইউক্রেনগামী যাত্রীবাহী বিমানে হা'ম'লা চালায় ইরান

যে দুই কারণে ইউক্রেনগামী যাত্রীবাহী বিমানে হা'ম'লা চালায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে ক্ষে'পণা'স্ত্র হা'ম'লা চালিয়ে ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূ'পা'তিত করার কথা স্বী'কা'র করেছে ইরান। তবে এই হা'ম'লার পেছনে দুটি কারণ উল্লেখ করেছে দেশটি। এগুলো হচ্ছে, অত্যধিক রাডার সং'কে'ত ও যুক্তরাষ্ট্রের সামরিক আ'গ্রা'সনের আ'শ'ঙ্কা।

এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ইরাকে মার্কিন সামরিক ঘাঁ'টিতে মি'সা'ইল হা'ম'লা চালানোর পর কিছুক্ষণের মধ্যেই রাডার বারবার সং'কে'ত দিতে থাকায় এবং যুক্তরাষ্ট্র হা'ম'লার আ'শ'ঙ্কার তৎ'ক্ষ'ণাৎ এই ব্যবস্থা নেওয়া হয়, যা ছিল একটি মানবিক ভু'ল। বিবৃতিতে ইউক্রেনের বিমানটি সেনাবাহিনীর একটি স্প'র্শকা'তর স্থা'পনার দিকে এগিয়ে আসার সং'কে'ত পাওয়া যাচ্ছিল বলেই অনি'চ্ছাকৃ'ত এই হা'ম'লার ঘটনা ঘটে। 

প্রসঙ্গ, ইরানের হা'ম'লাতেই তেহরানের ইমাম খামেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ১৭৬ জন যাত্রী নিয়ে বি'ধ্ব'স্ত হয় ইউক্রেনগামী বোয়িং-৭৩৭ বিমান পিএস ৭৫২। এমন কথা স্বী'কা'র করে নিয়েছে ইরানের সেনাবাহিনী। তবে এটিকে 'হিউম্যান এরর' বলে চি'হ্নি'ত করেছে তারা। ভু'ল করে বিমানটিকে হা'ম'লা চালিয়ে নামানো হয় বলে শনিবার ইরানের সরকারি সংবাদমাধ্যমে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে।

এর আগে, ইরানের বিমানবন্দর থেকে বুধবার উড্ডয়নের কিছুক্ষণ পরেই ১৭৬ আ'রো'হী নিয়ে বি'ধ্ব'স্ত হয় ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমানটি। পরে বি'ধ্ব'স্ত বিমানটির ব্ল্যা'ক বক্স উ'দ্ধা'র করা হয়। সূত্র: সিএনএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে