শনিবার, ১১ জানুয়ারী, ২০২০, ১০:৩১:৩৮

গোপন চিঠিতে সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে নতুন সুলতানের নাম লিখে গিয়েছিলেন কাবুস

গোপন চিঠিতে সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে নতুন সুলতানের নাম লিখে গিয়েছিলেন কাবুস

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ পাঁচ দশক ধ'রে ওমানকে সিংহাসনে থাকার পর গতকাল শুক্রবার ৭৯ বছর বয়সে মা'রা গেছেন সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদ। তার মৃ'ত্যুর পর দেশটির নতুন সুলতান হিসেবে কাবুসের চাচাতো ভাই হাইতাম বিন তারিকের নাম ঘোষণা করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে, কাবুসের মা'রা যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তার রে'খে যাওয়া গোপন চিঠি পরিবারের সদস্যদের সামনে খোলা হয়। তাতে সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে চাচাতো ভাই হাইতামের নাম লিখে গিয়েছিলেন কাবুস।

প্রতিবেদনে বলা হয়, আজ শনিবার ক্ষমতাসীন পারিবারিক কাউন্সিলের সামনে সুলতান হিসেবে শপথ পড়ানো হয়েছে হাইতামকে।সুলতান কাবুস অবিবাহিত থাকায় তার কোনো উত্তরাধিকারী নেই। ফলে মৃ'ত্যুর পর সুলতান হিসেবে চাচাতো ভাই হাইতাম বিন তারিক আল-সাঈদকে মনোনীত করে গেছেন সুলতান কাবুস।ওমানে সুলতানই স'র্বময় ক্ষমতার অধিকারী হিসেবে সব সিদ্ধা'ন্ত নিতে পারেন। তিনি একাধারে প্রধানমন্ত্রী, সেনাবাহিনীর সুপ্রিম কমা'ন্ডার, প্রতির'ক্ষামন্ত্রী, অর্থম'ন্ত্রী ও পররাষ্ট্রম'ন্ত্রীর ক্ষম'তায় থাকেন।

৬৫ বছর বয়সী হাইতাম বিন তারিক ১৯৯০ দশকের মাঝামাঝিতে ওমানের ঐতিহ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার আগে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। এছাড়া ৮০’র দশকে ওমানের ফুটবল ফেডারেশন গঠনের পর প্রথম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন হাইতাম।

সুলতান কাবুস ১৯৭০ সালে ব্রিটিশদের সহা'য়তায় একটি র'ক্তপা'তহী'ন অ'ভ্যু'ত্থা'নে তার পিতাকে পদচ্যু'ত করে ক্ষমতায় আসেন। ৪৯ বছর শাসন করার পর শুক্রবার তিনি মৃ'ত্যুব'রণ করেন। শনিবার ভোরে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন তার মৃ'ত্যুর খবর দিয়ে তিন দিনের রাষ্ট্রীয় শো'ক ঘোষণা করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে