শনিবার, ১১ জানুয়ারী, ২০২০, ১০:৩২:৪৮

সেনা সরানোর রাস্তা খুঁ'জু'ন: এবার যুক্তরাষ্ট্রকে হুঁ'শিয়া'রি ইরাকি প্রধানমন্ত্রীর

সেনা সরানোর রাস্তা খুঁ'জু'ন: এবার যুক্তরাষ্ট্রকে হুঁ'শিয়া'রি ইরাকি প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে মার্কিন ড্রোন হা'ম'লায় ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানি নিহ'ত হওয়ার ঘটনায় আমেরিকার বি'রু'দ্ধে 'বড় ধরনের প্র'তিশো'ধ' নেয়ার ঘোষণা দিয়েছে ইরান। তারই জে'র ধরে বুধবার ইরাকে যুক্তরাষ্ট্রের এরবিল ও আল-আসাদ বিমান ঘাঁ'টিতে ভ'য়াব'হ মি'সা'ইল হা'ম'লা চালিয়েছে তেহরান। 

মধ্যপ্রাচ্যে বিরাজ করছে উত্তে'জনা। এর মাঝেই যুক্তরাষ্ট্রকে ইরাক থেকে সেনা প্র'ত্যা'হা'রের পথ খুঁ'জ'তে বললেন দেশটির প্রধানমন্ত্রী আদেল আব্দুল-মাহদি। বৃহস্পতিবার রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ফোন করলে তাকে এ পরামর্শ দেন ইরাকি প্রধানমন্ত্রী। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এ ব্যাপারে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ইরাকে ঢুকে ইরানি ক'মা'ন্ডার কাসেম সোলেমানিকে হ'ত্যা দেশটির সা'র্বভৌ'মত্বের চ'র'ম ল'ঙ্ঘ'ন উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে এর তী'ব্র নি'ন্দা জানিয়েছেন আব্দুল-মাহদি। এছাড়া, ইরাক থেকে মার্কিন সেনা প্র'ত্যাহা'রের প্র'ক্রি'য়া সম্পন্ন করতে দ্রু'তত'ম সময়ে প্রতিনিধি পাঠানোরও অ'নুরো'ধ করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এ ফোনকলের স'ত্য'তা স্বী'কা'র করলেও সেনা প্র'ত্যাহা'রের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে