শনিবার, ১১ জানুয়ারী, ২০২০, ১০:৪৭:৫৩

আবারো দেখা গেল সেই মাছ, এবার সুনামির আত'ঙ্ক পুরো জাপানে!

আবারো দেখা গেল সেই মাছ, এবার সুনামির আত'ঙ্ক পুরো জাপানে!

আন্তর্জাতিক ডেস্ক: এবার সুনা'মির আত'ঙ্কে ভু'গছে পুরো জাপান। কয়েক বছর আগে যে ভ'য়ঙ্ক'র সুনা'মি জাপানিদের চো'খের ঘুম কে'ড়ে নিয়েছিল, ফের সেই আত'ঙ্কই যেন ফিরে এসেছে। মূলত একটি বিরল প্রজাতির মাছ দেখে তারা আতঙ্কি'ত হয়ে পড়েছে। তারা মনে করে ওই মাছই বয়ে আনে ভূমিকম্প ও সুনা'মির বার্তা।

এদিকে বির'ল প্রজাতির মাছটির নাম ওরফিশ। গতকাল শুক্রবার এই মাছটি ধ'রা পড়ে জাপানের তোয়ামা এলাকায়। এ নিয়ে এই মৌসুমে প্রায় সাতটি ওরফিশ ধ'রা পড়'লো। জাপানি ভাষায় এই মাছের নাম ‘রিউগু নো সুকাই’। এর মানে ‘সমুদ্রের ভগবানের অট্টালিকার দূত’।এদিকে তারা মনে করে, সমুদ্রের তলদেশ থেকে এই মাছ বয়ে আনে ধ্বং'সের বার্তা। আর এ কথার ওপর ভিত্তি করেই আত'ঙ্ক ছ'ড়া'চ্ছে জাপানজু'ড়ে। তবে বিজ্ঞানীদের মতে, এর কোনো সত্যতা নেই।

জানা যায়, ওরফিশ বা রিউগু নো সুকাই এর গল্পকথা শুরু হয় ২০১১ সালে। সে বছর বি'ধ্বং'সী ভূমিকম্প ও সুনা'মির ফলে ২০ হাজার মানুষ মা'রা গিয়েছিল জাপানে। তার আগে অন্তত এক ডজন ওরফিশ জাপানের বিভিন্ন উপকূলে দেখা গিয়েছিল। আবারো এটি দেখায় জাপানিদের আত'ঙ্ক দিন দিন বে'ড়েই চলেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে