রবিবার, ১২ জানুয়ারী, ২০২০, ০৬:৪৮:০৭

পাশে থাকার বার্তা নিয়ে ইমরান খানের নির্দেশে ইরানে পৌঁছেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী

পাশে থাকার বার্তা নিয়ে ইমরান খানের নির্দেশে ইরানে পৌঁছেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : পাশে থাকায় বার্তা নিয়ে ইমরান খানের নির্দেশে আজ রোববার সন্ধ্যায় ইরান পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশনা অনুযায়ী তিনি এ সফর করছেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তেহরান সফরের সময় শাহ মেহমুদ কোরেশি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন। তেহরান সফর শেষে কোরেশি আগামীকাল সৌদি আরব সফরে যাবেন এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থি'তিশী'লতা নিয়ে আলোচনা করবেন।

পাক পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক ঘটনাবলী সং'ক'টাপ'ন্ন মধ্যপ্রাচ্যের শান্তি এবং নি'রাপ'ত্তাকে মা'রা'ত্মকভাবে বি'প'দের মুখে ফেলেছে। এ অবস্থায় শা'ন্তিপূর্ণ মী'মাং'সার জন্য জ'রু'রী ভিত্তিতে পদক্ষেপ নেয়া অ'প'রিহা'র্য হয়ে পড়েছে। চলমান প'রি'স্থি'তিতে ইরান এবং সৌদি আরবের মধ্যকার মতভিন্নতা রা'জনৈ'তিক ও কূ'টনৈ'তিক উপায়ে দূর করার জন্য ইসলামাবাদ প্রস্তুত রয়েছে বলে শাহ মেহমুদ কোরেশি দুই পক্ষকে বার্তা দেবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে