রবিবার, ১২ জানুয়ারী, ২০২০, ০৬:৫৪:৩১

নাগরিকত্ব আইনের উদ্দেশ্য হল আমাদের ধর্মের ভিত্তিতে বিভ'ক্ত করা : সোনিয়া গান্ধী

নাগরিকত্ব আইনের উদ্দেশ্য হল আমাদের ধর্মের ভিত্তিতে বিভ'ক্ত করা : সোনিয়া গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধান বিরো'ধীদল কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, সং'শো'ধিত নাগরিকত্ব আইনের (সিএএ) উদ্দেশ্য হল ভারতীয়দের ধর্মীয় ভিত্তিতে বিভ'ক্ত করা। সিএএ হল বৈ'ষ'ম্যমূলক এবং বিভে'দমূলক।

গতকাল শনিবার বিকেলে দিল্লী কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে বক্তব্য রাখার সময় তিনি  ওই মন্তব্য করেন। সোনিয়া এদিন দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ), জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং অন্যত্র যুবক ও শিক্ষার্থীদের উপর হা'ম'লার ঘটনা ত'দ'ন্তের জন্য সার্বিক উচ্চ ক্ষ'ম'তাসম্পন্ন কমিশন গঠন করার দাবি জানান।

সোনিয়া বলেন, ‘সিএএ আইনের অ'শু'ভ উদ্দেশ্য প্রত্যেক দেশপ্রেমিক, স'হি'ষ্ণু ও ধর্মনিরপেক্ষ ভারতীয়দের কাছে স্প'ষ্ট। ভারতীয়দের ধর্মের ভিত্তিতে বি'ভা'জনই এর উদ্দেশ্য। সং'শো'ধিত নাগরিকত্ব আইন যে গভীর ক্ষ'তি'কর তা বুঝতে পেরেছেন হাজার হাজার তরুণ, নারী এবং বিশেষ করে শি'ক্ষা'র্থীরা।’ 

ওই আইনের বি'রু'দ্ধে প্র'তিবা'দ-আন্দো'লনের প্রশংসা করে সোনিয়া বলেন, 'পুলিশের দ'ম'নপী'ড়ন ও প্র'চ'ণ্ড ঠা'ণ্ডা উপে'ক্ষা করে প্র'তিবা'দকারীরা পথে নেমেছেন। এই নি'র্ভী'ক মনোভাব, সংবিধানের মূল্যবোধের প্রতি আস্থা এবং সেই মূল্যবোধকে সু'র'ক্ষি'ত রাখার দৃঢ় সং'ক'ল্পতাকে কু'র্ণি'শ জানাই।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে