রবিবার, ১২ জানুয়ারী, ২০২০, ১০:৩৫:৪৫

যেসব গোপন স্থানে মজুত রয়েছে রাশিয়া-আমেরিকার পরমাণু অ'স্ত্রগুলো

যেসব গোপন স্থানে মজুত রয়েছে রাশিয়া-আমেরিকার পরমাণু অ'স্ত্রগুলো

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ক্ষ'ম'তাধর দেশগুলো ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে পারমাণবিক অ'স্ত্রের ভ'য়ঙ্ক'র সব মহড়া। পাশাপাশি চলছে পা'ল্টাপা'ল্টি হু'ম'কি। তবে পরমাণু অ'স্ত্রতে বিশ্বের দুই প'রাশ'ক্তি আমেরিকা ও রাশিয়া। জানা গেছে, পরমাণু বো'মাগুলো অনেক ক্ষেত্রে বসানো আছে ক্ষে'পণা'স্ত্রের মাথায়।

তাছাড়া বিভিন্ন সামরিক বিমান-ঘাঁ'টিতে বা অ'স্ত্রের গু'দামেও রয়েছে পরমাণু বো'মাগু'লো। বিভিন্ন দেশে এখন শত শত পারমাণবিক বোমা বসানো-ক্ষে'পণা'স্ত্র মোতায়েন করা আছে। আমেরিকান ক্ষে'পণা'স্ত্রগুলো বসানো আছে বেলজিয়াম, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস এবং তুরস্কে।

অন্যদিকে, রাশিয়া এবং ফ্রান্সের কাছে থাকা পরমাণবিক বো'মাগুলোর অধিকাং'শই রয়েছে সাবমেরিনে। এই ধরনের পরমাণু বো'মার সংখ্যা দেড়শর মতো। আর ১৮০০ পরমাণু বো'মা রয়েছে যেগুলো খুব কম সময়ের নোটিশেই নি'ক্ষে'প করা সম্ভব। এখনই যে পরিমাণ পরমাণু অ'স্ত্র ভা'ণ্ডা'র পৃথিবীতে মজুদ রয়েছে তা দিয়ে পুরো পৃথিবীকে কয়েকবার ধ্বং'স করে ফেলা সম্ভব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে