রবিবার, ১২ জানুয়ারী, ২০২০, ১১:৩৬:৩৯

ইরানের ভ'য়ে দুবাই সফর বা'তিল করলেন ইসরায়েলি মন্ত্রী!

ইরানের ভ'য়ে দুবাই সফর বা'তিল করলেন ইসরায়েলি মন্ত্রী!

আন্তর্জতিক ডেস্ক : ইরানের ভ'য়ে দুবাই সফর বা'তিল করলেন ইসরায়েলি মন্ত্রী! নিরাপত্তা নিয়ে উ'দ্বে'গের কারণে সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ। মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্রের চলমান উ'ত্তেজ'নার কারণে নিরাপত্তা নিয়ে উ'দ্বেগ দেখা দেয়ায় এই সফর বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে রোববার দেশটির কূটনীতিকরা জানিয়েছেন।

চলতি মাসের মাঝের দিকে আরব আমিরাতের দুবাই এক্সপো-২০২০ এ অংশ নেয়ার কথা ছিল তার। বার্তাসংস্থা রয়টার্স ইসরায়েলের এক কূটনীতিকের বরাত দিয়ে বলছে, নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশনার পরিপ্রেক্ষিতে দুবাই সফর বাতিল করেছেন দেশটির এই মন্ত্রী।

নাম প্রকাশ না করার শর্তে দেশটির অপর এক কূটনীতিক বলেছেন, প্র'তিশো'ধের অংশ হিসেবে মার্কিন মিত্র কাৎজকে টা'র্গেট করতে পারে ইসরায়েলের চিরশ’ত্রু ইরান।

এ কারণে সতর্কতা অবলম্বন করছে ইসরায়েল। তবে ইসরায়েলি এই মন্ত্রীর সফরে সুনির্দিষ্ট ইরানি হু’মকি রয়েছে কি-না সেব্যাপারে ওই কূটনীতিক কোনও নথি-প্রমাণের বরাত দেননি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে