সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০, ১২:১৮:৪৫

ফের অ'শান্ত মধ্যপ্রাচ্য : ইরাকের বিমান ঘাঁ'টিতে মার্কিন সেনার রকেট হা'মলা

ফের অ'শান্ত মধ্যপ্রাচ্য : ইরাকের বিমান ঘাঁ'টিতে মার্কিন সেনার রকেট হা'মলা

আন্তর্জাতিক ডেস্ক : ফের অ'শান্ত মধ্যপ্রাচ্য। এই মুহূ'র্তে সমগ্র বিশ্ব বিশেষ করে এশিয়া মহাদেশ যেন দাঁড়িয়ে রয়েছে বা'রুদের স্তু'পের ওপরে। হা'ম'লা, পাল'টা হা'ম'লায় ছড়া'চ্ছে সং'ঘ'র্ষের আ'শ'ঙ্কা। এরই মাঝে খবর, ইরাকের যু'দ্ধ বিমান ঘাঁ'টিতে রকেট হা'মলা করেছে মার্কিন সৈন্যরা।

সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, রবিবার ইরাকের বালাদ এয়ার বেসের ভিতরে মোট সাতটি মর্টার হা'ম'লা করা হয়। অভিযোগ, মার্কিন বাহিনীর তরফে ছোঁ'ড়া হয়েছিল ওই ম'র্টারগু'লি। যার ফলে কমপক্ষে ৪ জন সেনা আহ'ত হয়েছেন বলে জানা গিয়েছে।

মিলিটারি সূত্র মারফত্‍ জানা গিয়েছে, বেসের ভিতরে রানওয়ের ওপর ওই ম'র্টার হা'মলা চালানো হয়। যদিও বড় কোনও ক্ষ'তি হয়নি। ইরানি জেনারেল কাসেম সোলেমানি হ'ত্যার পর আমেরিকা ও ইরানের মধ্যে উত্তে'জনা বে'ড়ে গিয়েছে। দুই তরফেই একাধিকবার পরস্পরের তরফে অ'ভিযো'গ করেছে।

উল্লেখ্য, মাত্র দিন কয়েক আগেই ইরানের অন্যতম শীর্ষ সেনা কর্মকর্তা আমির আলি হাজিজাদেহ জানিয়েছেন, আমরা চাইলে মার্কিন হাম'লার জবাবে প্রথম আ'ঘা'তেই ৫ হাজার আমেরিকান সেনাকে খ'ত'ম করতে পারতাম।

তবে আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষ'জ্ঞ মহলে ঘুরছে, ইরানের সঙ্গে রাশিয়ার বো'ঝাপড়া ভালো থাকায় ট্রাম্প ন'র'ম অবস্থান নিয়েছেন। কারণ তা না হলে তৃতীয় বিশ্বযু'দ্ধের আশ'ঙ্কা থেকেই যায়। আর তা যে সমগ্র বিশ্ববাসীকে বি'পদের মধ্যে ঠে'লে ফেলে দেবে তা বলাই যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে