আন্তর্জতিক ডেস্ক : ইরাকের মার্কিন সেনাঘাঁ'টিতে আবারও র'কেট হা'মলা চা'লানো হয়েছে। রবিবার বাগদাদে মার্কিন বায়ুসেনা ঘাঁ'টিতে বেশ কয়েকটি র'কেট হা'মলা চা'লানো হয়েছে। এ ঘটনায় আহ'ত হয়েছে অন্তত চার ইরাকি সেনা। তবে শেষ খবর পওয়া পর্যন্ত কোনো মার্কিন সেনার হ'তাহ'তের খবর মিলেনি।
কর্তৃপক্ষ জানিয়েছে, বাগদাদের ৮০ কিলোমিটার উত্তরে আল বালাদ সেনাঘাঁ'টিতে আছড়ে পড়েছে কমপক্ষে ছটি র'কেট। ওই ঘাঁ'টিতে মার্কিন এফ-১৬ যুদ্ধ'বিমান রয়েছে। পাশাপাশি বিমানগু'লির দেখভালের জন্য রয়েছেন মার্কিন বিমানসেনার বেশ কয়েকজন কর্মী।
মোহাম্মদ খলিল নামের ইরাকের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, রানওয়ে ও বায়ুসেনার ঘাঁ'টির মূল ভবন হা'মলায় ক্ষ'তিগ্রস্ত হয়েছে। যদিও এর ফলে মার্কিন যু'দ্ধ বিমানের কার্যকলাপে প্রভাব পড়তে পারে। এদিকে, এই হা'মলার নেপথ্যে ইরানের হাত রয়েছে বলে অ'ভিযো'গ করেছে যুক্তরাষ্ট্র। সূত্র : আল জাজিরা, ওয়েবসাইট