এ বছর ঘটে যাওয়া কিছু মর্মান্তিক ঘটনা
আন্তর্জাতিক ডেস্ক : ২০১৫ সালের গোধুলি লগ্নে দাঁড়িয়ে আমরা এখন ২০১৬-র নতুন ভোর দেখার অপেক্ষায় মশগুল| তবে এর ফাঁকে দেখে নিই, ২০১৫ সালে ঘটে যাওয়া কয়েকটি এমন ঘটনা, যেগুলি সাধারণ মানুষের জীবনে গভীর প্রভাব ফেলেছিল| তবে গোটা বছরই শিরানামে জায়গা করে নিয়েছিল খারাপ খবর!
বোকো হারামের হত্যালীলা : নাইজেরিয়ার বাগায় চরমপন্থী ইসলামিক জঙ্গিগোষ্ঠী বোকো হারামের নৃশংসতম হামলায় অন্তত ২০০০ জনের মৃত্যু হয়| অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যাকে জঙ্গি হামলার ইতিহাসে সবথেকে ঘৃণ্য অধ্যায় বলে তকমা দিয়েছে| প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র পাঁচ সপ্তাহ আগে ওই হামলা চালায় জঙ্গিরা| মৃতদেহ গুনে শেষ করা যাচ্ছিল না, দেহের স্তুপের নিচে চাপা পড়েও অনেক আহতরা শেষ পর্যন্ত মারা যান| সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
হজযাত্রায় মৃত্যুমিছিল : সৌদি আরবের মক্কায় পবিত্র হজ যাত্রায় গিয়ে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ২২০০ জন| আহত ৯০০-র ও বেশি মানুষ| আজও খোঁজ মেলেনি ৬৫০ জনের|
রক্তাক্ত শার্লি এবদো : ফ্রান্সের রাজধানী প্যারিসে শার্লি এবদো নামে একটি কার্টুন ম্যাগাজিনের অফিসে বন্দুকধারীদের হামলায় অন্তত ১২ জন নিহত হন। নিহতদের মধ্যে ম্যাগাজিনটির প্রধান সম্পাদক স্টেফান শার্বোনিয়ার, তিন কার্টুনিস্ট এবং একজন পুলিশ ছিলেন। বন্দুকধারীরা 'আল্লাহু আকবর' বলে স্লোগান দেয় এবং তারা চিৎকার করে বলছিল, 'আমরা নবীর হয়ে প্রতিশোধ নিয়েছি। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলাঁদ শার্লি এবদো-র অফিসে হামলাকে একটি 'বর্বর সন্ত্রাসবাদী হামলা' বলে বর্ণনা করেন।
ভেঙে পড়ল 'ফ্লাইট ৯৫২৫' : স্পেন থেকে জার্মানি যাওয়ার পথে 'জার্মানউইংস' ফ্লাইট ৯৫২৫' ফ্রান্সের আল্পসে ১৪৪ জন যাত্রী ও ছয় জন কেবিন ক্রু-সহ ভেঙে পড়ে| দুর্ঘটনার জন্য দায়ী প্রমাণিত হয় বিমানেরই এক চালক আন্দ্রে লুবিৎজ| ঘটনার পর থেকে অস্ট্রেলিয়া, কানাডা, ব্রিটেন, জার্মানি, নিউজিল্যান্ড-সহ বিভিন্ন দেশ বিমান চালানোর উপর নানারকম বিধিনিষেধ আরোপ করে| জার্মানউইংস সংস্থার ১৮ বছরের ইতিহাসে এত বড় দুর্ঘটনা আগে কখনও ঘটেনি|
কেনিয়ায় জঙ্গিদের নারকীয় কাণ্ড : কেনিয়ার গরিসায় 'গরিসা ইউনিভার্সিটি কলেজ'-এ আল-শাবাব জঙ্গি গোষ্ঠীর মতাদর্শে বিশ্বাসী বন্দুকবাজের হামলায় ১৪৮ জন মারা যায়| আহত হন আরও ৭৯ জন| প্রায় ৭০০ পড়ুয়াকে বন্দী করেছিল চারজন মুখোশধারী বন্দুকবাজ| বন্দিদের মধ্যে থেকে বেছে বেছে খ্রিস্টানদের হত্যা করতে থাকে জঙ্গিরা| চার জঙ্গিকেই খতম করার পর পুলিশ এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে আরও পাঁচজনকে গ্রেফতার করে|
নেপালে ভয়াবহ ভূমিকম্প : নেপালে প্রথম কম্পন অনুভূত হয় ২৫ এপ্রিল, যার নাম দেওয়া হয়েছিল গোর্খা ভূমিকম্প| প্রায় ৯০০০ মানুষ প্রাণ হারান প্রথম দফার কম্পনে| আহত হন প্রায় ২৩ হাজার মানুষ| রিখটার স্কেলে সেই কম্পনের তীব্রতা ছিল ৭.৮| তারপর, যখন ধীরে দিরে ফের ছন্দে ফেরার চেষ্টা করছিল নেপাল, ১২ মে, বেলা একটা নাগাদ ফের বড়সড় কম্পন অনুভূত হয় নেপালে| যার প্রভাব পড়ে এ দেশেও| বন্ধ করে দেওয়া হয় রাজধানীর মেট্রো পরিষেবা| কম্পনের ফলে ধস নামে হিমালয়ে, মৃত্যু হয় ১৯ জন অভিযাত্রীর| খোঁজ মেলেনি ২৫০ জনের|
দেখিয়ে দিল কিউবা : মায়ের থেকে শিশুর শরীরে এইচআইভি-র সংক্রমণ রুখে দিল কিউবা৷ বিশ্বের মধ্যে প্রথম দেশ হিসেবে কিউবার মুকুটে এই পালক যোগ হল| মা এইচআইভি ভাইরাস নিজের শরীরে বহন করলেও তা আর গর্ভজাত সন্তানের দেহে যাচ্ছে না৷ এই ঘোষণার সঙ্গে সঙ্গেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু) কিউবাকে এইচআইভি মুক্ত দেশ বলে ঘোষণা করে|
দেউলিয়া গ্রিস : ২০০৯ সাল থেকে শুরু হয়েছিল অর্থনৈতিক মন্দা| ২০১২ সালে 'আইএমএফ' গ্রিসকে বৃহত্তম ঋণ দেয়, কিন্তু ২০১৫ সালের ৩০ জুন সেই ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয় গ্রিস| ইউরোজোনের দেশগুলির মধ্যে গ্রিস একমাত্র উন্নত দেশ, যারা ঋণ শোধ করতে ব্যর্থ হল| সে দেশের অর্থনীতি ভেঙে পড়ে, ব্যাংক-এটিএম থেকে টাকা তোলায় আরোপ করা হয় নিয়ন্ত্রণ|
বড় প্রশ্ন রেখে গেল ছোট্ট আয়্লান : তুরস্কের উপকূলে লাল জামা গায়ে একটি ছোট শিশুর নিথর দেহ উপুড় হয়ে পড়ে রয়েছে। ছবিটি বিশ্বজুড়ে বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোড়ন তোলে। ইউরোপের শরণার্থী সংকট কতটা গভীর ওই ছবি যেন জানান দিচ্ছিল। শিশুটির নাম আয়লান কুর্দি। পাঁচ বছর বয়স তার। নৌকাডুবির পর আয়লান কুর্দির মরদেহ সৈকতে ভেসে আসে।
মঙ্গলে জন : মঙ্গগ্রহে মিলল জলের খোঁজ| নাসা জানাল, জলের সন্ধান মেলায় এবার মঙ্গলে প্রাণের অস্তিত্ব থাকাটাও আর কল্পবিজ্ঞানের গল্প নয়|
রক্তাত্ব কবিতার শহর : ফ্রান্সের প্যারিসে আইএসআইএস জঙ্গিদের হামলায় ১৩০ জন নাগরিক প্রাণ হারালেন| কবিতা-ছবি আঁকার দেশের উপর এহেন নৃশংস হামলার প্রতিবাদে ন্যাটোভূক্ত দেশগুলি শপথ নিল, সিরিয়া ও ইরাকে আকাশ এবং জলপথে হামলা চালিয়ে জঙ্গিদের নির্মূল করে দিতে হবে| এই গন্ডগোলের মাঝে ন্যাটোভূক্ত দেশ হয়ে তুরস্ক গুলি করে রুশ যুদ্ধবিমান নামাল সিরীয় সীমান্তে| ১৯৫০ সাল থেকে এই পর্যন্ত এমন সাহস দেখায়নি কোনও দেশ| তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার আশঙ্কায় প্রহর গুণতে শুরু করেছে বিশ্ব| সীমান্তে সেনা-সমরাস্ত্র বাড়াতে শুরু করে আমেরিকা ও রাশিয়া|
শুধু বিশ্বের জন্য : প্যারিসে অনুষ্ঠিত হল জতিসংঘের জলবায়ু সম্মেলন| সম্মেলনে যোগ দিয়ে ভারত-সহ ১৪৭ দেশের রাষ্ট্রনায়কেরা একত্রে অঙ্গীকারবদ্ধ হলেন, আগামী দিনে কার্বন ডাই অক্সাইডের মত মারণ গ্যাসের নির্গমন কমিয়ে আনা হবে| বিশ্বের উষ্ণতা আর বাড়তে দেওয়া যাবে না|
২৫ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�