সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০, ০৪:০৩:৪০

মার্কিন বিমান বাহিনীর প্র'শিক্ষ'ক ও উপদেষ্টার অবস্থান ল'ক্ষ্য করে একের পর এক ভ'য়াবহ র'কে'ট হা'মলা!

মার্কিন বিমান বাহিনীর প্র'শিক্ষ'ক ও উপদেষ্টার অবস্থান ল'ক্ষ্য করে একের পর এক ভ'য়াবহ র'কে'ট হা'মলা!

আন্তর্জতিক ডেস্ক : মার্কিন সেনাঘাঁ'টি ল'ক্ষ্য করে একের পর এক ভ'য়াবহ র'কেট হা'মলা! ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে বালাদ বিমানঘাঁ'টিতে মার্কিন সেনাদের ল'ক্ষ্য করে অন্তত ৬টি র'কেট ও ম'র্টার হা'মলা চা'লানো হয়েছে। এতে কোনো মার্কিন সেনা হ'তাহ'ত হওয়ার খবর পাওয়া না গেলেও ৪ ইরাকি সেনা আ'হ'ত হয়েছেন। গতকাল রোববার রাতে মর্টা'রগুলো ছোঁ'ড়া হয় বলে জানিয়েছে ইরাকি সেনাবাহিনী।

ইরাকি পুলিশের বরাত দিয়ে আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন সেনাদের ল'ক্ষ্য করে ছোঁ'ড়া মর্টা'রগুলো বালাদ বিমানঘাঁ'টির রানওয়েতে আ'ঘা'ত হে'নেছে। এতে বড় ধরনের কোনো ক্ষ'য়ক্ষ'তি না হলেও ৪ জন সেনা আহ'ত হয়েছেন।

এপি জানিয়েছে, বালাদ বিমানঘাঁ'টিতে মার্কিন বিমান বাহিনীর প্রশি'ক্ষ'ক ও উপদেষ্টা'রা অব'স্থান করছিলেন। তবে এ ঘটনায় তাদের কেউ হ'তাহ'ত হয়নি বলে জানা গেছে।

এখন পর্যন্ত এ হা'মলার দা'য় কোনো পক্ষ স্বী'কার করেনি। এর আগে বাগদাদের মার্কিন দূতাবাসে বেশ কয়েকবার র'কেট ও ম'র্টার হা'মলার ঘটনা ঘটেছে। সেসব হা'মলার দায়ও কেউ স্বী'কার করেনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে