মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০, ০১:৪৬:১৭

ইরানের হাম'লার সময় যেভাবে প্রাণে বাঁচেন মার্কিন সেনারা

ইরানের হাম'লার সময় যেভাবে প্রাণে বাঁচেন মার্কিন সেনারা

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ক্ষমতাধ'র জেনারেল কাসেম সোলাইমানিকে হ'ত্যার প্রতিশো'ধ নিতে গত বুধবারে ভোরে ইরাকে মার্কিন বিমানঘাঁ'টিতে ক্ষে'পণাস্ত্র' হাম'লা চালানো হয়।কিন্তু হাম'লার সময় মার্কিন সেনারা বাঙ্কা'রে লু'কিয়ে ছিলেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।

যদিও ওই হামলায় ৮০ মার্কিন সেনা নিহ'ত ও ২০০ জন আহ'ত হয় বলে দাবি ইরানের।সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইরাকের আল আসাদ বিমানঘাঁ'টিতে হাম'লা খবর আগে থেকেই জানত মার্কিন সেনারা। তাই হাম'লা শুরুর আড়াই ঘণ্টা আগে বিমানঘাঁ'টির ভূগ'র্ভস্থ বাঙ্কা'রে অবস্থান নেয় সেনারা।

সংবাদমাধ্যমটির প্রতিনিধি আরওয়া ডামন সম্প্রতি ওই বিমানঘাঁ'টি ঘুরে এসে ইরানি হাম'লার ভ'য়াবহ'তার বিবরণ দিয়েছেন।পাশাপাশি হাম'লায় মার্কিন বিমানঘাঁ'টির ধ্বং'স্তূ'পের একটি ভিডিও প্রকাশ করেছে সিএনএন।
ওই ভিডিওতে দেখা গেছে, ইরানের ক্ষে'পণা'স্ত্র হাম'লায় মার্কিন সেনাদের ড্রয়িং রুম ও বাসস্থান ধ্বং'স হয়ে গেছে। হাম'লার পর ভবনগুলোতে আগু'ন ধ'রে পু'ড়ে যায়।প্রতিবেদনে বলা হয়েছে, ইরান প্রায় দুই ঘণ্টা ধ'রে ঘাঁ'টির মার্কিন সেনাদের অংশে হাম'লা চালায়। এতে ওই ঘাঁ'টির প্রায় এক-চতুর্থাংশ এলাকা ধ্বং'স হয়েছে।

ঘাঁটির মার্কিন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল স্টাসি কলেমস্যান দাবি করেন, হাম'লার বিষয়ে আগাম সত'র্কবা'র্তা পেয়ে তারা বাঙ্কা'রে লুকি'য়েছিলেন।তবে হাম'লায় কেউ হ'তাহ'ত হয়েছেন কি না তা ওই প্রতিবেদনে উল্লেখ করেনি সিএনএন।

আরবের এক কূটনীতিক সিএনএনকে জানিয়েছেন, মার্কিন অবস্থানে হাম'লা চালা'নোর আগেই ইরাককে সত'র্ক করে দেয় ইরানি কর্মকর্তারা। তবে কোন কোন ঘাঁ'টিতে হাম'লা চালানো হবে তা জানায়নি তারা।মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আল আসাদ বিমানঘাঁ'টিতে প্রথম ক্ষে'পণা'স্ত্রটি আঘা'ত করে রাত একটা ৩৪ মিনিটে। পরে হাম'লা শুরুর আগে প্রায় ১৫ মিনিট বিরতি দেয়া হয়।

এছাড়া আরও দুই দ'ফায় ক্ষে'পণা'স্ত্র হাম'লা চালা'য় ইরান। প্রায় দুই ঘণ্টা পর বাঙ্কার থেকে বেরিয়ে ক্ষে'পণা'স্ত্রে ধ্বং'সয'জ্ঞ প্রত্য'ক্ষ করেন মার্কিন কর্মকর্তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে