মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০, ০৪:৩৮:১৯

জম্মু-কাশ্মীরের একাধিক জায়গায় ৫ ভারতীয় সেনাসহ মৃ'ত অন্তত ১০

জম্মু-কাশ্মীরের একাধিক জায়গায় ৫ ভারতীয় সেনাসহ মৃ'ত অন্তত ১০

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় তুষারধ'সের ফলে অন্তত ১০ জনের মৃ'ত্যুর খবর পাওয়া গিয়েছে। যার মধ্যে পাঁচজন ভারতীয় সেনা রয়েছেন। চারজন সেনার মৃ'তদেহ উ'দ্ধা'র হয়েছে। একজন এখনও নিখোঁ'জ। গু'রু'তর আহ'ত এক সেনার চিকিত্‍সা চলছে হাসপাতালে। উ'দ্ধা'রকাজ চালাচ্ছেন সেনা ও প্রশাসনের কর্মকর্তারা।

কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে সীমান্ত এলাকায় সোমবার দুপুর ১টা নাগাদ আচ'মকা ধ'স নামে। এর ফলে ওই এলাকার আউটপোস্টে ডিউটিতে থাকা ভারতীয় সেনা সদস্যদের মধ্যে অনেকে চা'পা পড়ে যান। পরে তাদের মধ্যে তিনজনকে মৃ'ত অবস্থায় উ'দ্ধা'র করা হয়। একজনের খোঁ'জ চলছে।

সোমবার রাতে ধ'স নামে নওগাঁও সেক্টরে। তুষারধসে চা'পা পড়ে মা'রা যান এক বিএসএফ জওয়ান। ছয় জওয়ানকে উ'দ্ধা'র করে হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে গান্দেরবাল জেলার সোনমার্গ এলাকার কুলান গ্রামে ভ'য়াব'হ ধ'স নামার জেরে কমপক্ষে পাঁচজনের মৃ'ত্যু হওয়ার খবর পাওয়া গিয়েছে। গু'রুতর আহ'ত ন'‌জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। 

এর পাশাপাশি রামপুর ও গুরেজ সেক্টর থাকা সেনার আ'উট পোস্টগুলি ধ'সের ক'বলে পড়েছে। গত ৪৮ ঘণ্টায় জম্মু-কাশ্মীর ও লাদাখের উঁচু এলাকাগুলিতে প্র'ব'ল ব'র্ষ'ণ ও তুষারপাতের ফলে পরিস্থিতি খুব ভ'য়াব'হ হয়ে উঠেছে। একাধিক তুষারধ'সের খবর আসছে। সোমবারই বারামুল্লা জেলায় দুই তরুণী তুষারধ'সে চা'পা পড়ে যান। কিন্তু স্থানীয়রা তাদের উ'দ্ধা'র করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে