 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে ছয় দেশের স্বাক্ষরিত পরমাণু সমঝো'তার ব্যাপারে তিন ইউরোপীয় দেশের আচরণের তী'ব্র সমালো'চনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।সোমবার রাতে এক টুইট বার্তায় জাভেদ জারিফ লেখেন, দীর্ঘ ২০ মাস ধ'রে পরমাণু সমঝো'তায় স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্রের আধিপ'ত্যকামী নীতির সামনে ন'তজানু অবস্থান গ্রহণ করে আছে। এই সমঝো'তার বর্তমান পরিস্থি'তির জন্য মূলত তারাই দায়ী।
তিনি বলেন, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি চাইলে পরমাণু সমঝো'তাকে ধ্বং'সের হাত থেকে র'ক্ষা করতে পারে। তবে সেটি করতে যুক্তরাষ্ট্রের কাছে ন'ত না হয়ে সমঝো'তায় নিজেদের প্রতিশ্রু'তি বাস্তবায়নে এগিয়ে আসতে হবে এই তিন দেশকে।
এর আগে ২০১৮ সালের ৮ মে ইরানের পরমাণু সমঝো'তা থেকে যুক্তরাষ্ট্রকে বে'র করে আনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ইরানের ওপর কঠো'র নিষেধা'জ্ঞাও জারি করেন তিনি। ট্রাম্পের এ পদক্ষে'পের বিরু'দ্ধে তী'ব্র প্রতিক্রি'য়ার সৃষ্টি হয় আন্তর্জাতিক অঙ্গনে।পরবর্তীতে যুক্তরাষ্ট্রকে ছাড়াই পরমাণু সমঝো'তা র'ক্ষার প্রতিশ্রু'তি দেয় স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি। তবে পরমাণু সমঝো'তা থেকে ইরানের যে আর্থিক সুবিধা পাওয়ার কথা ছিল সেটি দিতে চর'মভাবে ব্য'র্থ হয় এই তিন দেশ।
এরই পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ৮ মে পরমাণু সমঝো'তার ২৬ ও ৩৬ নম্বর ধারা অনুযায়ী নিজেদের দেয়া কিছু প্রতিশ্রু'তি বাস্তবায়ন স্থ'গিত রাখে ইরান। এরপর গত ৫ জানুয়ারি ইরান পঞ্চম ও শেষবারের মতো ঘোষণা করে যে, তারা পরমাণু সমঝো'তার বা'ধ্যবাধকাগুলো আর মা'নবে না।
তবে ইউরোপীয়রা তাদের প্রতিশ্রু'তি র'ক্ষা করলে ইরান এ সমঝো'তার ভিত্তিতে নিজের প্রতিশ্রু'তিগুলো আবারও বাস্তবায়ন করা শুরু করবে বলেও জানিয়েছে। সূত্র- পার্সটুডে