রামমন্দির নির্মান নিয়ে কথা বলায় বহিষ্কার মন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় এবং মথুরায় মন্দির নির্মাণ করতে মুসলিমদের এগিয়ে আসতে বলে বিতর্কে উত্তরপ্রদেশের মন্ত্রী সমাজবাদী পার্টির নেতা ওমপাল নেহরা। তাকে মন্ত্রীসভা থেকে বহিষ্কার করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির রাজ্য সভাপতি অখিলেশ যাদব।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের বিজনরে একটি সভায় নেহরা বলেন, অযোধ্যা এবং মথুরায় মন্দির নির্মাণের জন্য মুসলিমদের সাহায্য করা উচিত। তিনি আরও বলেন, অযোধ্যা ছাড়া আর কোথায় রাম মন্দির তৈরি হতে পারে? যেমন, মথুরায় আমরা কৃষ্ণের ভজনা করি। সেখানে কীভাবে মসজিদ নির্মাণ সম্ভব? মুসলিমদের এই সহজ বিষয়টি বোঝা উচিত। তাই মথুরা ও অযোধ্যায় মন্দির নির্মাণের কাজে মুসলিমদের স্বেচ্ছাসেবক হিসেবে সাহায্য করা উচিত।
সমাজবাদী পার্টির মুখপাত্র এবং ক্যাবিনেট মন্ত্রী রাজেন্দ্র চৌধুরি জানিয়েছেন, এহেন বিতর্কিত মন্তব্যের পর মুখ্যমন্ত্রীই ওমপালকে মন্ত্রীসভা থেকে বহিষ্কার করেছেন।
২৬ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস
�