আন্তর্জতিক ডেস্ক : মার্কিন ড্রো'ন হা'মলায় ইরানের রেভ্যুলেশনারি গার্ডের কুদস ফোর্সের প্রধান লেফটেন্যান্ট কাসেম সোলাইমানি নিহ'তের জে'রে ব্যা'পক উ'ত্তেজ'না ছড়ায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে। সোলাইমানি হ'ত্যার প্র'তিশো'ধ নিতে তাকে দা'ফনের আগেই গত ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত মার্কিন দু'টি ঘাঁ'টিতে ক্ষে'পণা'স্ত্র' হা'মলা চা'লায় ইরান।
তবে হা'মলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের বাসিন্দাদের আশ্বস্ত করে এক টুইট বার্তায় লিখেছিলেন, সবকিছু ঠিক আছে। যদিও ইরান বরাবরই তার ঠিক উ'ল্টো দাবি করে আসছে।
এবার গণমাধ্যম ডিফেন্স ওয়ানের বরাত দিয়ে অনলাইন গণমাধ্যম র স্টোরি বলছে, ইরানের ওইদিনের হা'মলায় অন্তত ১১ জন মার্কিন সেনার ম'স্তি'ষ্কে আ'ঘা''ত লে'গেছে।আর ওই ১১ জন মার্কিন সৈন্য ইরানের বিমান হা'মলার সময়ই আ'হ'ত হন। ম'স্তিষ্কে বড় ধরনের আ'ঘা'তের ফলে তাদেরকে বিমানে করে সরিয়ে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গতকাল বৃহস্পতিবারই বাগদাদে অবস্থিত মার্কিন সেনাদের মুখপাত্র জানিয়েছেন, ইরানের ক্ষে'প'ণা'স্ত্র হা'ম'লায় মার্কিন কোনো সেনা নিহ'ত হয়নি। তবে ক্ষে'পণা'স্ত্র বি'স্ফো'রণের ঘটনায় কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
যদিও ইরানের বরাবরই দাবি গত ৮ জানুয়ারি ২২টি ক্ষে'পণা'স্ত্র হা'মলা'য় যুক্তরাষ্ট্রের ৮০ জন সেনা নি'হ'ত এবং ২০০ জনের বেশি আহ'ত হয়েছে। ইসরায়েলি একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইরানের হা'মলা'র পর অন্তত ২২৪ জন মার্কিন সেনাকে বিমানে করে সরিয়ে নিয়ে গিয়ে তেল আবিবে চিকিৎসা দেওয়া হচ্ছে। সূত্র : র স্টোরি