আন্তর্জতিক ডেস্ক : ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে পরমাণু চুক্তি সই করার আগে যতটা ইউরেনিয়াম সমৃদ্ধ করত ইরান, বর্তমানে তারচেয়েও বেশি করা হচ্ছে বলে জানিয়েছে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। বৃহস্পতিবার এক ভাষণে এমন তথ্য জানিয়ে হুঁ'শিয়ারি উচ্চারণ করেছেন তিনি। রুহানি বলেন, ‘চুক্তিতে পৌঁছানোর আগে যতটা ইউরেনিয়াম সমৃদ্ধ করতাম, বর্তমানে তার চেয়েও বেশি করা হচ্ছে।’
এ বিষয়ে ইরানের বিরুদ্ধে চা'প বাড়লেও নিজেদের এগিয়ে যাওয়ার পথ অব্যাহত রাখার কথা ঘোষণা করেছেন রুহানি। তিনি বলেন, বিশ্বের সঙ্গে আলোচনা ক'ঠিন হলেও সম্ভব। গত বছরে এই চুক্তি থেকে একতরফাভাবে সরে যাওয়ার কথা ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। এরপর থেকে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি থেকে একের পর এক অর্থনৈতিক নি'ষে'ধাজ্ঞা' আ'রো'প করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রো'ন হা'মলা চা'লিয়ে হ'ত্যা করা হয় ইরানের মেজর জেনারেল সোলেমানিকে।
এরপরই তেহরানের পক্ষ থেকে ঘোষণা করা হয়, ২০১৫ সালের পরমাণু চুক্তিতে যেসব নি'ষে'ধা'জ্ঞা আ'রোপ করা হয়েছিল, তার কোনোটিই আর মানা হবে না। ইরানের মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।