শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০, ১২:০৬:০৪

‘ইরাক না ছাড়লে মার্কিন সেনাদের ওপর হা'মলা হবে’

‘ইরাক না ছাড়লে মার্কিন সেনাদের ওপর হা'মলা হবে’

আন্তর্জতিক ডেস্ক : ইরাকের জাতীয় সংসদে মার্কিন সৈন্য প্রত্যাহারের প্রস্তাব পাস হলেও এ ব্যাপারে অ'নীহা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের।

মার্কিন সরকার যদি ইরাক থেকে তাদের সামরিক বাহিনী স'রিয়ে নিতে না চায় তাহলে তাদেরকে ভ'য়াব'হ প'রা'জ'য়ের মু'খে পড়তে হবে বলে হুঁ'শিয়া'রি দিয়েছেন ইরাকের স'শ'স্ত্র স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবি এর রাজনৈতিক শাখার সদস্য মাহমুদ আর রুবাই। বৃহস্পতিবার রাশিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘মার্কিন সেনা প্র'ত্যাহার করে নেওয়ার ব্যাপারে ইরাকের জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাস হওয়ার পরও আমেরিকা যদি তাতে সহযোগিতা না করে তাহলে হাশদ আশ-শাবি মার্কিন সেনাদের ও'পর হা'মলা চা'লাবে। আমার মনে হয় মার্কিন সেনারা প্র'তি'রো'ধ আ'ন্দোলনে'র মু'খো'মুখি হতে ভ'য় পাচ্ছে, কারণ এ ব্যাপারে তাদের তি'ক্ত অভিজ্ঞতা রয়েছে। ২০১১ সালের চেয়ে এখন ইরাকের প্রতি'রো'ধ সংগঠনগুলো অনেক বেশি সুসংগঠিত ও শক্তিশালী। তারা আগের যেকোনও সময়ের চেয়ে অনেক বেশি প্রস্তুত।’
 
ইরাকের প্রভাবশালী শিয়া আলেম মুক্তাদা আস-সাদর মার্কিন সেনা ব'হিষ্কা'রের দাবিতে মিলিয়ন-ম্যান মার্চ করার ঘোষণা দেওয়ার দুদিন পর হাশদ আশ-শাবির পক্ষ থেকে এসব কথা বলেন আর-রুবাই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে