আন্তর্জাতিক ডেস্ক : সাত বছর পর জুমার নামাজে ইমামতি করতে যাচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি। এর মাধ্যমে জাতি হিসেবে ইরান নিজেদের ‘একতাবদ্ধ অবস্থান’ প্রদর্শন করবে বলে জানানো হয়েছে রাষ্ট্রীয় বার্তায়। এর আগে সর্বশেষ ২০১২ সালে খোমেনি জুমার নামাজে ইমামতি করেছিলেন।
বিবিসির খবরে বলা হয়, শুক্রবার (১৭ জানুয়ারি) তেহরানে জুমার নামাজে ইমামতি করবেন খোমেনি। আনুষ্ঠানিকভাবে উল্লেখ না করলেও দেশের বর্তমান পরিস্থিতিতে ইরানকে ঐক্যবদ্ধ করতেই খোমেনি জুমার নামাজের ইমামতি করবেন।
ইরানের বার্তা সংস্থা মেহের জানিয়েছে, তেহরানের মোসাল্লা মসজিদে ইমামতি করবেন ৮০ বছর বয়সী খোমেনি। কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে তারা জানিয়েছে, এর মাধ্যমে ‘ইরানি জাতির ফের একবার নিজেদের একতা ও সৌন্দর্য প্রকাশ করবে।’ এর আগে ২০১২ সালে দেশটির ইসলামিক বিপ্লবের ৩৩তম বার্ষিকীতে সর্বশেষ জুমার নামাজে ইমামতি করেছিলেন আয়াতুল্লাহ খোমেনি।