আন্তর্জতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আ'শ্বস্ত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, চীনের সঙ্গে ভারতের সীমান্ত নেই। এতে অবা'ক হয়ে গিয়েছিলেন মোদি। ওই দাবি করা হয় পুলিৎজার জয়ী সাংবাদিকের এক নতুন বইয়ে।
জানা গেছে, ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ফিলিপ রাকার ও ক্যারল লিওনিংয়ের ‘অ্যা ভেরি স্ট্যাবল জিনিয়াস’ বইয়ে উল্লেখ করা হয়েছে, নরেন্দ্র মোদির সঙ্গে এক বৈঠকে ডোনাল্ড ট্রাম্প বলেন, এমন নয় যে আপনাদের সঙ্গে চীনের সীমান্ত রয়েছে। এ কথা শুনে অ'বা'ক হয়ে যান মোদি।
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের মন্তব্য শুনে কেবল অবা'ক হননি, উ'দ্বে'গে বৈঠক শেষ করে চলে যান। মোদি হয়তো ভেবেছিলেন ট্রাম্প দায়িত্ববান নন, এজন্য এমন মানুষকে আমি অংশীদার ভাবতে পারি না।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে অবশ্য স্প'ষ্টভাবে উল্লেখ করা হয়নি, ঠিক কোন বৈঠকে ওই মন্তব্য করেন ট্রাম্প। এর আগেও উপমহাদেশ নিয়ে ট্রাম্পের ভৌগলিক জানাশোনা প্র'শ্নের মুখে পড়েছে।
টাইম সাময়িকীর প্রতিবেদক গত বছর লিখেছিলেন, ট্রাম্প এক ব্রিফিংয়ে বলেছিলেন, নেপাল ও ভুটান ভারতের ভেতরে। পরে সেটি সংশোধন করে দেওয়া হয়। এছাড়া নেপালকে ট্রাম্প ভুল উচ্চারণ করে ‘নি'পল’ এবং ভুটানকে ‘বা'টন’ বলেছিলেন।