শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০, ০১:৩৭:৫০

আমরা যতটা দুঃখ পেয়েছি, শ'ত্রুরা ততটাই খুশি হয়েছে : খামেনি

আমরা যতটা দুঃখ পেয়েছি, শ'ত্রুরা ততটাই খুশি হয়েছে : খামেনি

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, কাসেম সোলাইমানিকে হ'ত্যায় আমরা যতটা দুঃ'খিত হয়েছি, ইউক্রেনের বিমান ধ্বং'সে শ'ত্রু'রা ততটাই খুশি হয়েছে। তারা আমাদের সৈন্যদের নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পেয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করে তিনি শুক্রবার তেহরানের মোসালা মসজিদে দেয়া ভাষণে জনগণকে ঐক্যব'দ্ধ থাকার আহ্বান জানান। আট বছরে এই প্রথম জুমার নামাজ পড়ালেন তিনি। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইউক্রেনের বিমান ভূ'পা'তিত হওয়াকে ব্যবহার করে শত্রু'রা আইআরজিসির কুদস ফোর্সের প্রধানকে হ'ত্যার বিষয়টি ঢাকতে চাচ্ছে।

ইরাকের বাগদাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বি'মান হা'মলায় আইআরজিসির কুদস ফোর্সের প্রধান এবং ইরাকি মিলি'শিয়া কমা'ন্ডার আবু মাহদি আল-মুহান্দিসসহ বেশ কয়েকজন নিহ'ত হন। এরপর পেন্টাগন জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হা'মলা চালানো হয়েছে।

অন্যদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি বলেন, যুক্তরাষ্ট্রের জন্য ক'ঠো'র প্র'তিশো'ধ অপেক্ষা করছে। এর জবা'বে ৮ জানুয়ারি দুটি মার্কিন ঘাঁ'টিতে ছো'ড়া ক্ষে'পণা'স্ত্রে ৮০ জন নিহ'ত এবং ২০০ জন আহ'ত হন বলে জানায় ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন। তবে ট্রাম্প জাতির উদ্দেশে দেয়া ভাষণে বলেন, ইরানের হা'ম'লায় কেউ হ'তাহ'ত হননি। সূত্র : বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে