শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০, ০৪:৩৮:৪৮

হিটলার যে কাজ জার্মানিতে করেছিল, ‌এখন ভারতে তাই হচ্ছে:‌ পাঞ্জাব মুখ্যমন্ত্রী

হিটলার যে কাজ জার্মানিতে করেছিল, ‌এখন ভারতে তাই হচ্ছে:‌ পাঞ্জাব মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : নতুন নাগরিকত্ব আইন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁ'চা দিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। ইতিমধ্যে বিলের বিরো'ধিতা করে প্রস্তাব পাশ হয়েছে। এর মধ্যেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নাগরিকত্ব আইন নিয়ে কেরালার পথই অনুসরণ করতে চলেছে পাঞ্জাব। 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্যাপ্টেন অমরিন্দর বলেন, '‌১৯৩০ সালে হিটলারের শাসনে জার্মানিতে যা হয়েছে, এখন ভারতে তাই হচ্ছে। এনআরসি আর একটা ট্র্যাজে'ডি! গরিব মানুষগুলো কোথায় যাবে? কোথা থেকে তারা জন্মের শংসাপত্র জোগাড় করবে? আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি, যখন এটা আমার দেশে ঘটবে, আমি এখানে থাকব না। এই পরিস্থিতিতে কোথায় গিয়ে দাঁড়াব আমরা! রাজনীতির জন্য এখানে ভ্রাতৃত্বকে নষ্ট করা হচ্ছে।'‌ 

হিটলারের প্রসঙ্গ টেনে বলেন, '‌জার্মানরা কোনও কথাও বলেনি। পরে, অ'নুতা'প করেছে। কিন্তু, আমাদের এখনই বলতে হবে। যাতে না পরে অনুতাপ করতে হয়।'‌ সিএএ-র বি'প'দ আ'ন্দা'জ করতে বিরো'ধীদের অ্যাডলফ হিটলারকে নিয়ে লেখা বইটিও পড়তে বলেন। সিএএ-এর বিরো'ধিতায় শীর্ষ আদালতের শর'ণাপন্ন হবে পাঞ্জাব সরকার বলে জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে