শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০, ০৯:৫৪:১৯

গাড়ির ডিকিতে কম্বলে মোড়া ভারতীয় তরুণীর লা'শ!

গাড়ির ডিকিতে কম্বলে মোড়া ভারতীয় তরুণীর লা'শ!

আন্তর্জাতিক ডেস্ক : গত ৩০ ডিসেম্বর আমেরিকার শিকাগো শহরে নিখোঁ'জ হয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত তরুণী সুরিল দাবাওয়ালা। ১৩ জানুয়ারি সুরিলের নিজের গাড়ির ভেতরেই উ'দ্ধার হয় তার লা'শ। কম্বলে মোড়ানো লা'শটি ময়না ত'দন্তে পাঠানো হয়েছিল। কিন্তু ৩৪ বছরের সুরিলের মৃ'ত্যু নিয়ে র'হ'স্যের কিনারা হয়নি আজও। 

পুলিশ জানিয়েছে, ময়না ত'দ'ন্তে মৃ'ত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। চিকিৎসকরা জানিয়েছেন, খু'ন হওয়া লা'শটির ট্র'মার চি'হ্ন থাকে। কিন্তু সুরিলের শরীরে ময়না ত'দ'ন্ত করে তেমন কিছু পাওয়া যায়নি। অর্থাৎ তিনি মৃ'ত্যুর আগে খুব ভ'য় পেয়েছিলেন বা বড় আ'ঘা'ত পেয়েছিলেন বলে মনে হচ্ছে না। 

র'হ'স্যজনক ব্যাপার হল, সুরিল যদি খু'ন না হয়ে থাকেন, তার লা'শটি গাড়ির ডিকিতে রাখল কে? লা'শটি কম্বল দিয়ে মুড়েই বা দিল কে? পুলিশ জানিয়েছে, ময়না ত'দ'ন্তেও যখন তরুণীর মৃ'ত্যু সম্পর্কে বিশেষ কিছু জানা গেল না, তখন খোঁ'জ নিয়ে দেখা হবে, কেউ প্রত্যক্ষদর্শী আছেন কিনা। সুরিল শিকাগোর লয়োলা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। 

তিনি নিখোঁ'জ হওয়ার পরে তার পরিবার বেসরকারি ডিটে'কটিভ নিয়োগ করেছিল। সেই সঙ্গে ঘোষণা করেছিল, যে তার স'ন্ধা'ন দিতে পারবে তাকে দেওয়া হবে ১০ হাজার ডলার। গোয়ে'ন্দারা গত সোমবার শিকাগোর ওয়েস্ট গারফিল্ড পার্কের কাছে সুরিলের লা'শ উ'দ্ধা'র করেন। সুরিলের পৈতৃক বাড়ি ভারতের গুজরাটে। তার বাবার নাম আশরাফ দাবাওয়ালা। তিনি আমেরিকার স্কামবার্গের বিশিষ্ট চিকিৎসক। সূত্র : ইন্ডিয়া টুডে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে