শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০, ১০:৩২:২৬

এনআরসি ও সিএএ নিয়ে নরেন্দ্র মোদি ও অমিত শাহের মধ্যে সংঘা'ত!

এনআরসি ও সিএএ নিয়ে নরেন্দ্র মোদি ও অমিত শাহের মধ্যে সংঘা'ত!

আন্তর্জাতিক ডেস্ক : নতুন নাগরকিত্ব আইন ও নাগরিকপঞ্জি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মধ্যে মতান্তর স্পষ্ট। এমনটাই দাবি করলেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ সিং বাঘেল। তার কথায়, 'এনআরসি ও সিএএ নিয়ে সংঘা'ত তৈরি হয়েছে মোদি ও অমিত শাহের মধ্যে। তার ফল ভু'গতে হচ্ছে দেশকে।''

সংবাদ সংস্থা এএনআইকে ভূপেশ সিং বাঘেল বলেন, ''অমিত শাহ দাবি করছেন, সিএএ, এনপিআর হচ্ছে এনআরসি ধাপ। প্রধানমন্ত্রী আবার বলছেন, এনআরসি কার্যকর করা হবে না। সত্যিটা কে বলেছেন, মি'থ্যাটাই বা কে? দুই নেতার মধ্যে সংঘা'ত তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। এজন্য ভু'ক্তভো'গী হচ্ছে গোটা দেশ।'' নির্বাচনী সভা তো বটেই, সংসদেও অমিত শাহ ঘোষণা করেছিলেন, দেশজুড়ে এনআরসি করবে বিজেপি সরকার। 

এরপর সংসদে পাশ হয় নাগরিকত্ব বিল। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর তা আইনে পরিণত হয়। নাগরিকত্ব আইন ও নাগরিক পঞ্জির বিরো'ধিতায় উত্ত'প্ত হয়েছে গোটা দেশ। ক্ষো'ভ সামাল দিতে রামলীলা ময়দান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ''১৩০ কোটি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, ২০১৪ সালে আমার সরকার আসার পর থেকে এনআরসি নিয়ে কোনও আলোচনাই হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আসামে এনআরসি হয়েছে।'' 

তিনি আরও বলেন, ''মি'থ্যা র'টানো হচ্ছে। অনেক নেতা টিভি চ্যানেলে দাবি করছেন, গোটা দেশে এনআরসি করতে বিশাল খরচ বইতে হবে। কিন্তু যে জিনিস নেই, তার জন্য কেন ম'গজ লাগাচ্ছেন?'' কে ঠিক বলছেন? তারপর অমিত শাহের গলায় শোনা যায় উ'ল্টো'সুর। প্রধানমন্ত্রীকে সমর্থন করে শাহ বলেছিলেন, ''প্রধানমন্ত্রীই ঠিকই বলেছেন। গোটা দেশে এনআরসি নিয়ে মন্ত্রিসভা বা সংসদে কোনও আলোচনাই হয়নি।'' সূত্র : জিনিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে